লম্বা ছুটি কাটিয়ে আবারও বাংলাদেশে ফিরছেন জাতীয় দলের হেড কোচ রাসেল ডোমিঙ্গো। ছুটি কাটাতে নিজ দেশ দক্ষিণ আফ্রিকায় দীর্ঘদিন অবস্থান করার পর সোমবার (১৪ নভেম্বর) বাংলাদেশের ফিরবেন তিনি। ডোমিঙ্গোর ফেরার ব্যাপারটি নিশ্চিত করেছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটো।
এশিয়া কাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপে জাতীয় দলের দায়িত্বে ছিলেন না ডোমিঙ্গো। বিশ্বকাপের পরই জাতীয় দলের রয়েছে ভারতের সাথে সিরিজ। সেই সিরিজের দায়িত্ব নিতেই দেশে ফিরছেন তিনি।
তবে জাতীয় দলের দায়িত্ব নেয়ার আগে ডোমিঙ্গো কাজ করবেন বাংলাদেশ এ-দলের সঙ্গে। ভারতের এ-দলের বিপক্ষে দুইটি চারদিনের ম্যাচ খেলার কথা রয়েছে বাংলাদেশ এ-দলের। সেই সিরিজের পরই সাকিবদের দায়িত্ব নিবেন তিনি।
বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটো বলেন, ‘আপাতত ১৪ তারিখ তিনি আসছেন এটা নিশ্চিত। বাংলাদেশে ফিরে আমাদের এ-দলের সঙ্গে যোগ দেবেন হয়তো। আমাদের আলোচনা রয়েছে, তার দায়িত্ব কি থাকবে, এর সবকিছুই আলোচনার পর সিদ্ধান্ত হবে।’