Can't found in the image content. বিচ্ছেদ হয়ে গেছে শোয়েব-সানিয়ার? | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ |

EN

বিচ্ছেদ হয়ে গেছে শোয়েব-সানিয়ার?

স্পোর্টস ডেস্ক | আপডেট: বৃহস্পতিবার, নভেম্বর ১০, ২০২২

বিচ্ছেদ হয়ে গেছে শোয়েব-সানিয়ার?
শোয়েব মালিক পরকীয়া সম্পর্কে জড়িয়েছেন। আর সে কারণে শোয়েব মালিক-সানিয়া মির্জার বিয়ে ভাঙছে— এমন খবর নিয়ে কয়েকদিন ধরে আলোচনা চলছে। যদিও বিষয়টি নিয়ে এখনও মুখ খোলেননি দুজনের কেউই। এর মধ্যেই নতুন খবর দিলেন তাদের ঘনিষ্ঠ এক বন্ধু। তিনি শোয়েবের ম্যানেজমেন্ট টিমের সদস্যও।

কয়েকটি সংবাদমাধ্যম সূত্রে খবর, নাম প্রকাশে অনিচ্ছুক সেই বন্ধু তাদের বলেছেন, ‘দুজনের বিয়েবিচ্ছেদ হয়ে গেছে। তারা আলাদা থাকাও শুরু করে দিয়েছেন। এর বেশি এখন আর কিছুই বলতে পারব না।’

সূত্রের খবর, সানিয়া ও শোয়েব একসঙ্গে থাকছেন না। তাদের একমাত্র সন্তান ইজহান মির্জা মালিককে যদিও তারা একসঙ্গেই দেখাশোনা করছেন বলে জানা গেছে। শোয়েবের অন্য কোনো নারীর সঙ্গে সম্পর্ক রয়েছে বলে গুঞ্জন শোনা যাচ্ছে। সে কারণেই ১২ বছরের সম্পর্ক ভেঙে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানা যাচ্ছে। এই গুঞ্জন আরও বেড়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে সানিয়ার কিছু পোস্টের পর।

ইনস্টাগ্রামে একটি স্টোরিতে সানিয়া লিখেছিলেন, ‘ভাঙা হৃদয় কোথায় যায়? ঈশ্বর খুঁজতে।’ ভারতের অন্যতম সেরা টেনিস তারকা ছেলের সঙ্গে একটি ছবিও পোস্ট করেন। তাতে দেখা যাচ্ছে ইজহান তাকে চুমু খাচ্ছে। সেই সঙ্গে সানিয়া লিখেছিলেন, ‘যে মুহূর্তগুলো কঠিন সময় পার করে দেয়।’

ফেসবুকে একটি পোস্টে সানিয়ার বাবা ইমরান মির্জা লিখেছিলেন, ‘গত কয়েক দিন ধরে আমাদের জীবনের একটি নির্দিষ্ট বিষয়কে নিয়ে প্রকাশ্যে অনেক আলোচনা হচ্ছে, যাতে আমি এবং আমার পরিবার বিধ্বস্ত। অর্ধ সত্য একটি বিষয়কে নিয়ে অনেকেই আমাকে ব্যক্তিগতভাবে বিরক্ত করছেন। একের পর এক প্রশ্নে তারা উত্ত্যক্ত করছেন। শোয়েব মালিক ও সানিয়া মির্জা গত ১২ বছর ধরে বিবাহিত জীবন কাটাচ্ছে। বাকিদের মতোই ওদের জীবনেও ওঠানামা রয়েছে। টম, ডিক এবং হ্যারির মতো কিছু ব্যক্তি সেটাকে নিয়ে উত্তেজক কাহিনি তৈরির করার চেষ্টা করছে, যা আমরা কোনো মতেই সমর্থন করি না।’

তিনি আরও লিখেছিলেন, ‘জীবনের সব উত্তর হ্যাঁ বা না-তে হয় না। ক্রীড়াজগতে ওরা দুজনই আদর্শ। পরিবারের কথা মাথায় না রেখে নিজেদের পুরো জীবন উৎসর্গ করে দিয়েছে দেশকে গর্বিত করতে। ওরা আরও বেশি সমীহ প্রত্যাশা করে। এখন অস্ট্রেলিয়ায় বিশ্বকাপ চলছে। দয়া করে নিজেদের দেশকে সমর্থন করার দিকে মনোযোগ দিন!’