Can't found in the image content. পাকিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নিউজিল্যান্ড | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪ |

EN

পাকিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক | আপডেট: বুধবার, নভেম্বর ৯, ২০২২

পাকিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নিউজিল্যান্ড
ঠিক যেন ১৯৯২ সালের চিত্র ফুটে উঠেছে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে। ইমরান খানের দল যেভাবে খুঁড়িয়ে খুঁড়িয়ে ১৯৯২ সালে নকআউট পর্বে উঠেছিল, ঠিক এবারও বাবর আজমের দল খুঁড়িয়ে খুঁড়িয়ে, ভাগ্যের সহায়তা নিয়ে উঠেছে সেমিফাইনালে।

১৯৯২ সালে যেমন সেমিতে পাকিস্তানের প্রতিপক্ষ ছিল নিউজিল্যান্ড। যদিও সেবার সেমিফাইনালটি ছিল নিউজিল্যান্ডের মাটিতে। অকল্যান্ডের ইডেন পার্কে। এবারের সেমিফাইনালটি সিডনির ক্রিকেট গ্রাউন্ডে। তবে সেবারও টস জিতেছিল নিউজিল্যান্ড। কিন্তু শেষে ব্যাট করা পাকিস্তানের কাছে হেরে যায় তারা।

এবারও সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে টস জিতলেন নিউজিল্যান্ড অধিনায়ক কেনে উইলিয়ামসন। টস জিতেই ব্যাট করার সিদ্ধান্ত নিলেন তিনি। ঠিক যেন ৩০ বছর আগের চিত্র।

নিউজিল্যান্ড স্কোয়াড
ফিন অ্যালেন, ডেভন কনওয়ে, কেন উইলিয়ামসন (অধিনায়ক), গ্লেন ফিলিপস, ড্যারিল মিচেল, জেমস নিশাম, মিচেল স্যান্টনার, টিম সাউদি, ইশ সোধি, লকি ফার্গুসন, ট্রেন্ট বোল্ট।

পাকিস্তান স্কোয়াড
মোহাম্মদ রিজওয়ান, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ হারিস, শান মাসুদ, ইফতিখার আহমেদ, শাদাব খান, মোহাম্মদ ওয়াসিম, নাসিম শাহ, হারিস রউফ, শাহিন শাহ আফ্রিদি।