ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, জুলাই ৫, ২০২৪ |

EN

‘আমি বাংলাদেশের অধিনায়ক বা কোচ হলে, খেলোয়াড়দের মনোবিদ দেখাতাম’

স্পোর্টস ডেস্ক | আপডেট: সোমবার, নভেম্বর ৭, ২০২২

‘আমি বাংলাদেশের অধিনায়ক বা কোচ হলে, খেলোয়াড়দের মনোবিদ দেখাতাম’
পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের ‘ভার্চুয়াল নকআউট’ ম্যাচে মাত্র ১২৭ রানে থামে বাংলাদেশ। ৫ উইকেট হাতে রেখে সেই রান করে ফেলেন বাবর আজমরা। অথচ ব্যাটিংয়ে প্রথম ১০ ওভার দারুণ অবস্থানে ছিল বাংলাদেশ। ভিত শক্ত হলেও শেষদিকে দাঁড়াতে পারেননি ব্যাটসম্যানরা। ব্যাটিংয়ে বাংলাদেশি খেলোয়াড়দের অ্যাপ্রোচ হতবাক করেছে পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরামকে।

বিশেষ করে হাফ সেঞ্চুরির পর নাজমুল হোসেন শান্তর আউট হওয়ার ধরনের সমালোচনা করলেন আকরাম। ২৪ বছর বয়সী বাঁহাতি ব্যাটসম্যান ৫৪ রান করে ইফতিখার আহমেদের কাছে বোল্ড হন। আকরাম বলেছেন, ‘বাংলাদেশকে নিজেদের দোষ দিতে হবে। সেটাই উচিত। আমি যদি বাংলাদেশ দলের অধিনায়ক বা কোচ হতাম, এই ছেলেদের মনোবিদ দেখাতাম। কারণ এক পর্যায়ে শান্তর যখন ৫৪ রান ছিল, তখন সবকিছু ভালো অবস্থায় ছিল।’

পাকিস্তানের সুইং রাজা বললেন, ‘তাদের স্কোর ছিল ২ উইকেটে ৭৩। আমি ভেবেছিলাম তারা ১৬০ করবে। কিন্তু তারপরই শান্ত ইফতিখারের বলে অদ্ভুত শট খেলতে গিয়ে বোল্ড হলো। যদি সিঙ্গেলও নিতে থাকতো, তাহলেও তো স্কোর সহজেই ১৫৫ হতো।’

বাংলাদেশকে নিয়ে আকরাম আরও বললেন, ‘আন্তর্জাতিক পর্যায়ে যখন আপনি দেখবেন একজন নির্দিষ্ট বোলার বল করতে আসছে এবং আপনি জানেন যে প্রতিপক্ষ অধিনায়ক তাকে উইকেট নেওয়ার জন্য বোলিংয়ে এনেছে, তখন আপনি শট খেলতে পারেন না। কেবল ওই নির্দিষ্ট ওভারগুলোতে স্ট্রাইক অদলবদল করতে হবে। কিন্তু বাংলাদেশের খেলোয়াড়রা মনস্থির করলো তারা তাকে ও কেবল শাহীনকে মেরে খেলবে।’