ফ্রিডম বাংলা নিউজ

শনিবার, নভেম্বর ২৩, ২০২৪ |

EN

সালাহর জোড়া গোলে টটেনহ্যামকে হারাল লিভারপুল

স্পোর্টস ডেস্ক | আপডেট: সোমবার, নভেম্বর ৭, ২০২২

সালাহর জোড়া গোলে টটেনহ্যামকে হারাল লিভারপুল
মৌসুমে বিবর্ণ শুরুর পর অবশেষে ছন্দে ফিরেছেন মোহামেদ সালাহ। গোলের ধারাবাহিকতায় এবার জালের দেখা পেলেন দুইবার। দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়িয়ে প্রবল চ্যালেঞ্জ জানায় টটেনহ্যাম হটস্পার। তবে লিভারপুলের জয় আটকাতে পারেনি তারা।

টটেনহ্যাম হটস্পার স্টেডিয়ামে রোববার প্রিমিয়ার লিগের ম্যাচটি ২-১ গোলে জিতেছে ইয়ুর্গেন ক্লপের দল। সালাহর জোড়া গোলে প্রথমার্ধেই ব্যাকফুটে চলে যাওয়া টটেনহ্যাম দ্বিতীয়ার্ধে হ্যারি কেইনের গোলে লড়াইয়ে ফেরে।

এবারের লিগে ভীষণ খারাপ সময়ের মধ্যে দিয়ে চলা লিভারপুল টানা দুই হারের পর জয়ের দেখা পেল। অন্যদিকে, টটেনহ্যাম আসরে ভালো শুরুর পর সবশেষ চার ম্যাচে এই নিয়ে তিনটিতে হারল।  

ম্যাচের প্রথম মিনিট থেকে প্রতিপক্ষের ওপর চাপ বাড়ানো লিভারপুল গোল পেয়ে যায় দ্রুত। একাদশ মিনিটে বাঁ দিক থেকে সতীর্থের পাস বক্সে পেয়ে দারউইন নুনেস বল বাড়ান পেনাল্টি স্পটের কাছে। ওখানে সালাহ বল ধরে শরীরটাকে ঘুরিয়ে নিখুঁত শটে গোলরক্ষককে পরাস্ত করেন।

এই নিয়ে লিগে টানা দুই ও সব প্রতিযোগিতা টানা চার ম্যাচে জালের দেখা পেলেন সালাহ।

পিছিয়ে পড়ার পর যেন জেড়ে ওঠে টটেনহ্যাম। করতে থাকে পাল্টা আক্রমণ। চতুর্দশ মিনিটে গোল পেতে পারত তারা। কেইনের ক্রসে ইভান পেরিসিচের হেড লাফিয়ে উঠে ঠিকমতো ঠেকাতে পারেননি গোলরক্ষক আলিসন, তবে বল তার গায়ে লেগে পোস্টে প্রতিহত হয়।

এরিক ডায়ারের হাস্যকর ভুলের সুযোগ কাজে লাগিয়ে ৪০তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সালাহ। প্রতিপক্ষের একটি সাধারণ আক্রমণ রুখে দিয়ে আলিসন দূরপাল্লার শট নেন। তাতে কোনো হুমকিই ছিল না; কিন্তু ডায়ার হেডে সতীর্থকে বল দিতে গিয়েই দিয়ে বসলেন সালাহকে। অমন উপহার পেয়ে দ্রুত ডি-বক্সে ঢুকে গোলরক্ষককে পরাস্ত করেন মিশরের স্ট্রাইকার।

এবারের লিগে ১৩ ম্যাচে তার গোল হলো ৬টি।

ঘুরে দাঁড়াতে মরিয়া টটেনহ্যাম দ্বিতীয়ার্ধে দারুণ শুরু করে। প্রথম মিনিটে ডায়ারের হেড ঠেকিয়ে জাল অক্ষত রাখেন আলিসন। পরের মিনিটে ভাগ্যেরে জোরে বেঁচে যায় লিভারপুল। পেরিসিচের শট ক্রসবার কাঁপায়।

দারুণ নৈপুণ্যে ৭০তম মিনিটে ব্যবধান কমান কেইন। সুইডেনের মিডফিল্ডার দেইয়ান কুলুসেভস্কির বক্সে বাড়ানো বল প্রথম ছোঁয়ায় কোনাকুনি শটে দূরের পোস্ট দিয়ে জালে পাঠান ইংলিশ স্ট্রাইকার।

আসরে ১৪ ম্যাচে কেইনের গোল হলো দ্বিতীয় সর্বোচ্চ ১১টি। তার চেয়ে ৭ গোল বেশি নিয়ে শীর্ষে ম্যানচেস্টার সিটির আর্লিং হলান্ড।

বাকি সময়ে একের পর এক আক্রমণ করে টটেনহ্যাম। নির্ধারিত সময় শেষের আগের মিনিটে গোল প্রায় হয়েই যাচ্ছিল; কিন্তু কেইনের হেড অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।

আসরে চতুর্থ হারের হতাশায় মাঠ ছাড়ে টটেনহ্যাম, ঘরের মাঠে টানা দুই ম্যাচে।

১৪ ম্যাচে আট জয় ও দুই ড্রয়ে ২৬ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে টটেনহ্যাম। এক ম্যাচ কম খেলা লিভারপুল ১৯ পয়েন্ট নিয়ে আছে অষ্টম স্থানে।

দিনের প্রথম ম্যাচে চেলসিকে ১-০ গোলে হারানো আর্সেনাল ১৩ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে শীর্ষে ফিরেছে। সমান ম্যাচে ২ পয়েন্ট কম নিয়ে দুইয়ে ম্যানচেস্টার সিটি।

সাউথ্যাম্পটনকে ৪-১ গোলে হারানো নিউক্যাসল ইউনাইটেড ১৪ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে আছে তিন নম্বরে।

আরেক ম্যাচে অ্যাস্টন ভিলার মাঠে ৩-১ গোলে হেরেছে ম্যানচেস্টার ইউনাইটেড। আসরে চতুর্থ হারের স্বাদ পাওয়া এরিক টেন হাগের দল ১৩ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে।

ব্রাইটন ও চেলসির পয়েন্ট সমান ২১। গোল ব্যবধানে এগিয়ে ষষ্ঠ স্থানে ব্রাইটন।