পাকিস্তানের বিপক্ষে আজ বাংলাদেশের ছিল সেমিফাইনালে খেলার হাতছানি। বাবরদের কাছে ৫ উইকেটে হেরে সে আশা জলাঞ্জলি দিয়েছে সাকিব আল হাসানের দল। বাংলাদেশের দুর্দশা অবশ্য এখানেই শেষ নয়। পাকিস্তানের কাছে এই হার ২০২৪ বিশ্বকাপে আবারও প্রথম রাউন্ডের মোড়কে ‘বাছাই পর্বে’ নামিয়ে দিয়েছে দলটিকে।
টি-টোয়েন্টি বিশ্বকাপের পরবর্তী আসর ২০২৪ সালে অনুষ্ঠিত হবে। আর সে আসরের জন্য ‘বাছাই পর্ব’ ছাড়াই নেদারল্যান্ডস বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছে, গ্রুপের শীর্ষ চারে থেকে শেষ করার কারণে দলটি সেই বিশ্বকাপে খেলবে সরাসরি সুপার টুয়েলভে।