সব সমীকরণই মিলে গিয়েছিল বাংলাদেশের- দরকার ছিল কেবল একটি জয়। ব্যাটিংয়ে নেমে শুরুটা বাজেও হয়নি ততটা।
কিন্তু সাকিব আল হাসানের আউট নিয়ে হলো বিতর্ক, এরপর ভেঙে পড়ল ব্যাটিং অর্ডারে। ফিল্ডিংয়ের শুরুতেই সহজ ক্যাচ ছেড়ে দিলেন নুরুল হাসান সোহান। বোলারদের জন্য কাজ তারপর এমনিতেই কঠিন। হেরে বিশ্বকাপ শেষ করলো বাংলাদেশ, সেমিফাইনালে চলে গেল পাকিস্তান।
রোববার অ্যাডিলেইড ওভালে পাকিস্তানের কাছে ৫ উইকেটে হেরেছে বাংলাদেশ। টস জিতে আগে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে ১২৭ রানের সংগ্রহ পায় টাইগাররা। জবাব দিতে নেমে ১১ বল আগেই লক্ষ্যে পৌঁছে গেছে পাকিস্তান।