Can't found in the image content. বিশ্বকাপ খেলতে গিয়ে ধর্ষণের অভিযোগে গ্রেফতার লঙ্কান ক্রিকেটার | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ |

EN

বিশ্বকাপ খেলতে গিয়ে ধর্ষণের অভিযোগে গ্রেফতার লঙ্কান ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক | আপডেট: রবিবার, নভেম্বর ৬, ২০২২

বিশ্বকাপ খেলতে গিয়ে ধর্ষণের অভিযোগে গ্রেফতার লঙ্কান ক্রিকেটার
বিশ্বকাপের আসরে বড়সড় কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েছেন শ্রীলঙ্কার ক্রিকেটার দানুশকা গুনাথিলাকা। ২৯ বছরের এক নারীর যৌন হেনস্থার অভিযোগের ভিত্তিতে তাকে সিডনির টিম হোটেল থেকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার গভীর রাতে শ্রীলঙ্কার টিম হোটেল থেকে গুণতিলকেকে গ্রেফতার করে নিউ সাউথ ওয়েলস পুলিশ। গুনাথিলাকা বিশ্বকাপের প্রথম রাউন্ডেই হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছিলেন। তার পরিবর্ত হিসেবে শ্রীলঙ্কা দলে নেয় আশেন বন্দরাকে।

গুনাথিলাকার বিরুদ্ধে সম্মতি ছাড়া যৌন মিলনের অভিযোগ দায়ের হয়েছে। ধর্ষণসহ মোট চারটি অভিযোগ আনা হয়েছে তারকা ক্রিকেটারের বরুদ্ধে, এমনটাই জানা গিয়েছে পুলিশ সূত্রে।

এর আগে শনিবার (৫ নভেম্বর) ইংল্যান্ডের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে শ্রীলঙ্কা।