Can't found in the image content.
নিজস্ব প্রতিবেদক | আপডেট: রবিবার, অক্টোবর ৩, ২০২১
ভবানীপুর-সহ ভারতের পশ্চিমবঙ্গ
রাজ্যের তিনটি বিধানসভা আসনের উপনির্বাচনে প্রত্যাশা মতোই এগিয়ে রয়েছে
তৃণমূল কংগ্রেস। তবে গণনা সবে
শুরু হয়েছে। বিজেপি এখনো আশাবাদী। আত্মবিশ্বাসী
তৃণমূল।
আজ
রোববার সকাল থেকেই গোটা
ভারতের নজর শাখাওয়াত মেমোরিয়াল
স্কুলের দিকে। কারণ সেখানেই ভারতীয়
সময় সকাল ৮টায় শুরু
হয়েছে ভবানীপুরের ভোট গণনা। এই
কেন্দ্রের প্রার্থী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
মূল
লড়াই মমতার সঙ্গে বিজেপির প্রিয়াঙ্কা টিবরিওয়াল এবং সিপিএমের শ্রীজীব
বিশ্বাসের। তবে ১২ জন
প্রার্থী রয়েছে ভবানীপুরে। লড়াই হচ্ছে মমতা
ও প্রিয়াঙ্কার। এগিয়ে রয়েছেন মমতাই।
সবে
গণনা শুরু হয়েছে। ২১
রাউন্ড গণনা হবে। তাই
মমতা এগিয়ে থাকলেও এটা প্রাথমিক। এদিকে,
ভোট গণনা উপলক্ষে নেওয়া
হয়েছে তিন স্তরের নিরাপত্তা
ব্যবস্থা। গণনা কেন্দ্রের ২০০
মিটারে জারি হয়েছে ১৪৪
ধারা।
ভবানীপুর
বহুদিন ধরেই তৃণমূলের দুর্গ।
গত ৭ এপ্রিল বিধানসভা
নির্বাচনে ৭ এপ্রিল এই
ভবানীপুরেই বিজেপির রুদ্রনীল ঘোষকে ২৮ হাজার ৭১৯
ভোটে হারিয়েছিলেন তৃণমূলের শোভন দেব চ্যাটার্জি।
মমতা
২০১১ ও ২০১৬ সালে
এখান থেকেই জিতে বিধায়ক হন।
কিন্তু এবার বিধানসভা ভোটে
নন্দীগ্রামে দাঁড়িয়ে দলত্যাগী তৃণমূল নেতা ও মন্ত্রী,
বিজেপির শুভেন্দু অধিকারীর কাছে পরাস্ত হয়ে
ভবানীপুর থেকে উপনির্বাচনে লড়ছেন।
জয়ের
বিষয়ে নিশ্চিত মমতার সেনাপতি ফিরহাদ হাকিম। প্রাথমিক আভাষ মিলতে শুরু
হওয়ার পর তিনি বলেন,
জয় নিয়ে ভাবছিনা। আমাদের
ভাবনা ব্যবধান নিয়ে। ৫০ থেকে ৭০
হাজার ভোটে মমতাদিদি জিতবেন।
অন্যদিকে,
ভোট গণনা শুরুর আগেই
কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে চিঠি দিয়ে ভোট-পরবর্তী সহিংসতা বন্ধে রাজ্য সরকারকে নির্দেশ দিতে অনুরোধ করেছেন
প্রিয়াঙ্কা। তিনিও অবশ্য এখনই হাল ছাড়ছেন
না।
ভবানীপুরের
পাশাপাশি মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর ও সামসেরগঞ্জেও এগিয়ে
রয়েছে তৃণমূল। জঙ্গিপুর পলিটেকনিক কলেজে কড়া নিরাপত্তা বলয়ের
মধ্যে চলছে দুটি আসনেরই
ভোট গণনা।
জঙ্গিপুরে
লড়াই হচ্ছে তৃণমূলের জাকির হোসেনের সঙ্গে বিজেপির সুজিত দাস এবং বাম
সমর্থিত আরএসপি প্রার্থী জানে আলম মিঞার।
এখানে গণনা হবে মোট
২৬ রাউন্ড।
সামসেরগঞ্জে
অবশ্য ২৪ রাউন্ড ভোট
গণনা। এখানে প্রার্থী রয়েছেন তৃণমূলের আমিরুল ইসলাম, বিজেপির মিলন ঘোষ, কংগ্রেসের
জইদুর রহমান এবং সিপিএম মোদাসসর
হোসেন।
সব
আসনেই ইলেক্ট্রনিক
ভোটিং মেশিনে গণনা হচ্ছে। তাই
দুপুরের মধ্যেই চূড়ান্ত ফল প্রকাশের সম্ভাবনা
প্রবল।
উল্লেখ্য,
তিনটি আসনেই ভোট হয়েছিল ৩০
সেপ্টেম্বর।