শক্তিশালী ভারতের বিপক্ষে দুর্দান্ত ইনিংস খেলেছেন লিটন দাস। ওপেনিংয়ে নেমে মাত্র ২১ বলে করেছিলেন হাফসেঞ্চুরি। যদিও দল জেতাতে পারেননি শেষ অবধি।
তবে তার ওই রকম বিধ্বংসী ব্যাটিংয়ে প্রশংসা না করে চুপ থাকতে পারেননি প্রতিপক্ষের ওপেনার লোকেশ রাহুলও।
এতেই শেষ নয়, বাংলাদেশ দলের ডাইনিংয়ে হাজির হয়েছিলেন বিরাট কোহলি। এর পর লিটনকে একটি ব্যাট উপহার দিয়েছেন ভারতের সাবেক অধিনায়ক।
অস্ট্রেলিয়ায় সাংবাদিকদের এমন কথা জানিয়েছেন দলের সঙ্গে থাকা অপারেশনস চেয়ারম্যান জালাল ইউনুস।
তিনি বলেছেন, ‘লিটন দাস একজন ক্লাসিক ক্রিকেটার। আপনি শটগুলো দেখেন সে ক্লাসিক শট খেলে যে কোনো ফরম্যাটেই। টেস্ট ও ওয়ানডেতে সে ভালো খেলে। ইদানীং সে টি-টোয়েন্টিতেও ভালো খেলছে। আমরা খুব খুশি। আর আমরা যখন বসেছিলাম ডাইনিং হলে, দেখলাম বিরাট কোহলি এসে একটা ব্যাট উপহার দিয়ে গেল তাকে। অবশ্যই এটি অনেক বড় অনুপ্রেরণা।’
উল্লেখ্য, মুশফিকুর রহিমের পর লিটন দাসকে মিস্টার ডিপেন্ডেবল বলা হচ্ছে এখন। একসময়ের ‘ডিসকাউন্ট বয়’কে এখন বাংলাদেশের সবচেয়ে নির্ভরযোগ্য ব্যাটার ভাবা হচ্ছে। যে কোনো পজিশনেই ভালো পারফর্ম তার।
ব্যাটিংয়ে তার ধারাবাহিকতা আর সবার চেয়ে ভালো। গত এশিয়া কাপের পর থেকেই লিটনকে নামানো হচ্ছিল তিন নম্বর পজিশনে। ভারতের বিপক্ষে লিটনকে ওপেনিংয়ে খেলানো হলো। সেখানে মিলল সাফল্য।