বড় লক্ষ্যতাড়ায় শুরুটা দুর্দান্ত করেছে বাংলাদেশ। লিটন দাশের ধারালো ব্যাটিংয়ে প্রথম ৬ ওভারেই ৬০ রান তুলেছে সাকিব আল হাসানের দল। নাজমুল হোসেন শান্ত কিছুটা ধীর ব্যাটিং করলেও এখনো কোনো উইকেট হারায়নি টাইগাররা।
১৮৫ রানের লক্ষ্যতাড়ায় সপ্তম ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ এখন কোনো উইকেট না হারিয়ে ৬৬ রান। এর মধ্যে অ্যাডিলেডের মাঠে নেমে এসেছে বৃষ্টি। তাতে খেলা আপাতত বন্ধ রয়েছে।
বৃষ্টি যদি এভাবেই চলতে থাকে এবং খেলা মাঠে না গড়ায় তাহলে ডাকওয়ার্থ লুইস সিস্টেমে জিতে যাবে বাংলাদেশ। এই মুহূর্তে বৃষ্টি আইনে ভারতের চেয়ে ১৭ রানে এগিয়ে বাংলাদেশ।
তবে বৃষ্টি থেমে খেলা শুরু হলে অবশ্য পরিবর্তন আসবে পরিস্থিতিতে। ওভারের সংখ্যা কমবে। সেটা হলে লক্ষ্যও ছোট হয়ে আসবে সাকিব আল হাসানদের।
১০ ওভারের ম্যাচ হলে বাংলাদেশের লক্ষ্য হবে ৮৯ রান। ১২ ওভার হলে রানটা বেড়ে দাঁড়াবে ১১২, ১৫ ওভার হলে ১৪২, ১৭ ওভারের খেলা হলে ১৬০ ও ১৯ ওভার হলে লক্ষ্য হবে ১৭৭।