ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪ |

EN

এবার আর ফেল করেননি নাসির

স্পোর্টস ডেস্ক | আপডেট: রবিবার, অক্টোবর ৩, ২০২১

এবার আর ফেল করেননি নাসির

বাংলাদেশ ক্রিকেটের বিতর্কিত এক নাম নাসির হোসেন। বাইশ গজে অনিয়মিত হয়ে পড়ার পর অক্রিকেটীয় নানা কাজে জড়িয়ে পড়েন এই অল-রাউন্ডার। ব্যক্তিগত ইস্যুতে ঝামেলা চলছে এখনও।

 

এত কিছুর মাঝে একটা অন্তত সুখবর পেয়েছেন নাসির হোসেন। গতবার বিপ টেস্টে ফেল করেছিলেন নাসির। একবারও নয়, দুইবার পরীক্ষায় ফেল করেছিলেন তিনি।

 

২০২০ সালে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপেও খেলতে পারেননি বিপ টেস্টে . মার্ক পাওয়ায়। এবার সেটিকে উতরে গেছেন, একবারেই পাশ করেছেন বিপ টেস্টের পরীক্ষায়।

 

শনিবার মিরপুরের একাডেমিতে অনুষ্ঠিত হওয়া বিপ টেস্টে নাসির পেয়েছেন ১৭ মার্কসের উপর। বিপ টেস্ট শেষে নাসির জানান, মার্কস সম্ভবত ১৭.৪।

 

অথচ এই নাসির গত বছর ফেল করার পর প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেছিলেন, "এটা ওর জন্য লজ্জার। ওর থেকেও অনেক সিনিয়র ক্রিকেটার অনায়াসে পাস করে গেছে বিপ টেস্টে।"

 

এবার নাসির সব পেছনে ফেলে নতুন উদ্যমে মাঠে নামার অপেক্ষায়। কদিন আগেও গণমাধ্যমে বলেছিলেন, আবারও জাতীয় দলে ফিরতে চান তিনি।