সময়ের সেরা ফুটবলারদের তিন জন খেলছেন লিগ ওয়ানে। পিএসজির এই আক্রমণ ত্রয়ী ফরাসি লিগের আবেদন বাড়িয়ে দিয়েছে অনেকখানি। জ্লাতান ইব্রাহিমোভিচ অবশ্য তা মানতে নারাজ। সুইডিশ স্ট্রাইকারের বিশ্বাস, তাকে ছাড়া ক্রমে অবনতির দিকে যাচ্ছে ফ্রান্সের শীর্ষ লিগ।
২০১২ থেকে ২০১৬ সাল পর্যন্ত পিএসজির হয়ে খেলেছেন ইব্রাহিমোভিচ। দলটির হয়ে টানা চারটি লিগ ওয়ান ছাড়াও জিতেছেন ১২টি ঘরোয়া শিরোপা।
প্যারিসের ক্লাবের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ গোলস্কোরার ইব্রাহিমোভিচ (১৫৬)। এই তালিকায় তার ওপরে আছেন কেবল এমবাপে (১৮৮) ও এদিনসন কাভানি (২০০)।
ইব্রাহিমোভিচ ক্লাব ছাড়ার পরের বছর পিএসজিতে পাড়ি জমান নেইমার ও এমবাপে। গত বছর বার্সেলোনা ছেড়ে তাদের সঙ্গে যোগ দেন মেসি।
গত মৌসুমে এই তিনজন একসঙ্গে না জ্বলে উঠলেও চলতি মৌসুমে তারা আছেন দারুণ ছন্দে।
চলতি মৌসুমে লিগ ওয়ানে এমবাপে (১১), নেইমার (১০) ও মেসি (৭) মিলে করেছেন ২৮টি গোল। সবশেষ গত শনিবার তোয়ার বিপক্ষে ৪-৩ গোলে জেতা ম্যাচে জালের দেখা পান তিন জনই।
পিএসজি শিবিরে এই তিন ফরোয়ার্ডের উপস্থিতি বিশ্ব জুড়ে ফরাসি লিগের চাহিদা বাড়িয়েছে কয়েক গুণ। তাদের খেলা দেখার জন্য উন্মুখ হয়ে থাকেন ভক্তরা।
তবে এর সঙ্গে একমত নন এসি মিলান তারকা ইব্রাহিমোভিচ। কানাল প্লাসকে সোমবার দেওয়া এক সাক্ষাৎকারে ৪১ বছর বয়সী ফরোয়ার্ড বলেন, মেসিরা থাকলেও আকর্ষণ ফিরিয়ে আনতে লিগ ওয়ানের তাকেই প্রয়োজন।
“আমি ফ্রান্স ছাড়ার পর থেকে সেখানে সবকিছুর অবনতি হচ্ছে। দেশটির ফুটবলে আকর্ষণীয় আর কিছু নেই। ফ্রান্সের আমাকে দরকার, কিন্তু আমার ফ্রান্সকে প্রয়োজন নেই।”
“এমবাপে, নেইমার ও মেসি আছে ঠিকই; তবে তা যথেষ্ট নয়। কারণ সেখানে তো ঈশ্বর নেই।”
গত মে মাসে অস্ত্রোপচারের পর এখন মাঠের বাইরে আছেন ৪১ বছর বয়সী ইব্রাহিমোভিচ। মিলানের পক্ষ থেকে তখন জানানো হয়েছিল, ৮ মাসের জন্য মাঠের বাইরে থাকতে হবে অভিজ্ঞ স্ট্রাইকারকে।
গত জুলাইয়ে ২০২৩ সালের ৩০ জুন পর্যন্ত ক্লাবটির সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ান ইব্রাহিমোভিচ।