Can't found in the image content. পাকিস্তানকে হারানোর নায়ক এবার রংপুরে | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ |

EN

পাকিস্তানকে হারানোর নায়ক এবার রংপুরে

স্পোর্টস ডেস্ক | আপডেট: শনিবার, অক্টোবর ২৯, ২০২২

পাকিস্তানকে হারানোর নায়ক এবার রংপুরে

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম রাউন্ড থেকেই চমক দেখিয়ে আসছে জিম্বাবুয়ে। ৬ বছর পর আইসিসির কোনো ইভেন্টে যোগ দিয়েই পাকিস্তানকে হারিয়েছে দলটি।


প্রথম রাউন্ডের বৈতরণী পার করে পাকিস্তানকে হারানোর ম্যাচে দুর্দান্ত সব অবদান রেখেছেন দলটির অলরাউন্ডার সিকান্দার রাজা।


বলাই বাহুল্য, জিম্বাবুয়ে দলের এ মুহূর্তে সেরা খেলোয়াড় সিকান্দার রাজ। কখনও ব্যাট হাতে, কখনো বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে দলকে এগিয়ে নিচ্ছেন তিনি।


জানা গেল পাকিস্তানকে হারানোর নায়ককে দলে ভিডিয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নতুন ফ্রাঞ্চাইজি রংপুর রাইডার্স।


শুক্রবার ফ্রাঞ্চাইজিটি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ ঘোষণা দিয়েছে।


ব্যাট হাতে জিম্বাবুয়ের জার্সি পরা সিকান্দার রাজার ছবি পোস্ট করে তারা লিখেছে, জিম্বাবুয়ে থেকে এক সুপারস্টারের আগমন। সিকান্দার রাজার স্বাক্ষর ঘোষণা করতে পেরে আমরা শিহরিত। আরআর পরিবারে স্বাগতম। 


এর আগে একের পর এক পাকিস্তানি ক্রিকেটারকে দলে ভিড়িয়ে চমক দিয়েছিল একবারের শিরোপাজয়ী এই দলটি। শোয়েব মালিক, মোহাম্মদ নওয়াজ এবং পেসার হারিস রউফ নিজেদের দলে ভিড়িয়েছিল তারা। 


অর্থাৎ এবারের বিপিএলে রংপুরে পাকিস্তানি অলরাউন্ডার শোয়েব মালিক, অলরাউন্ডার মোহাম্মদ নওয়াজ, পেসার হারিস রউফ ও সবশেষে অলরাউন্ডার সিকান্দার রাজা - এ ৪ বিদেশি তারকা নিশ্চিত।


প্রসঙ্গত, বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসর হতে যাচ্ছে এবার। দিনক্ষণ চূড়ান্ত হয়েছে অনেক আগেই। আগামী বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে পর্দা উঠবে বিপিএলের।