Can't found in the image content.
স্পোর্টস ডেস্ক | আপডেট: শনিবার, অক্টোবর ২৯, ২০২২
টি-টোয়েন্টি বিশ্বকাপের চলমান অষ্টম আসরে নিজেদের প্রথম দুই ম্যাচে ভারত ও জিম্বাবুয়ের বিপক্ষে হেরে সেমিফাইনালে ওঠার শঙ্কায় পড়ে গেছে পাকিস্তান ক্রিকেট দল।
দুই ম্যাচে শ্বাসরুদ্ধকর লড়াইয়ের পরও শেষ বলে গিয়ে হারে পাকিস্তান। পরপর দুই ম্যাচে হেরে সেমিফাইনাল কার্যত শেষ হয়ে গেছে বাবর আজমদের। পাকিস্তানের সেমিফাইনালে খেলা এখন টিকে আছে ‘যদির’ ওপর।
প্ৰথমত, নিজেদের বাকি তিন ম্যাচে নেদারল্যান্ডস, দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের বিপক্ষে টানা জয় পেতে হবে।
দ্বিতীয়ত, শুধু জয় পেলেই হবে না। নেদারল্যান্ডস, দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশকে বড় ব্যবধানে হারিয়ে পয়েন্ট অর্জনের পাশপাশি নেট রান রেটেও এগিয়ে থাকতে হবে।
তৃতীয়ত, নিজেদের তিন ম্যাচে জয়ের পাশাপাশি অন্যদের দিকেও তাকিয়ে থাকতে হবে পাকিস্তানকে। দক্ষিণ আফ্রিকাকে হারানোর পাশাপাশি দোয়া করতে হবে রোববার ভারত যেন প্রোটিয়াদের হারায়।
চতুর্থ, জিম্বাবুয়েকে শেষ তিন ম্যাচে ভারত, নেদারল্যান্ডস ও বাংলাদেশ এই তিন ম্যাচের অন্তত দুটিতে হারতে হবে।
পঞ্চম, পাকিস্তানের আশা থাকবে বাংলাদেশ যেন বাকি তিন ম্যাচের মধ্যে অন্তত একটিতে হারে।
এই পাঁচ সমীকরণ মিলে গেলেই সেমিফাইনালে যেতে পারে পাকিস্তান। সবেচেয় বড় কথা হলো পাকিস্তানকে আগে নিজেদের শেষ তিন ম্যাচে জয় নিশ্চিত করতে হবে। এরপর তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচের দিকে।