নতুন ক্লাব ম্যানচেস্টার সিটিতে পাড়ি জমানোর পর প্রথম বারের মতো আর্লিং হালান্ড পা রেখেছিলেন সাবেক ক্লাব বরুসিয়া ডর্টমুন্ডের মাটিতে। তবে এই প্রত্যাবর্তনটা গোল দিয়ে রাঙাতে পারেননি তিনি, পারেনি তার দল সিটিও। এবারের চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের পঞ্চম লড়াইয়ে গোলশূন্য ড্র করে ফিরেছে দলটি।
সিটি তাও জার্মান মুল্লুক থেকে একটা পয়েন্ট নিয়ে ফিরতে পেরেছে, তবে চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ তাও পারেনি। আরবি লাইপজিগের কাছে ৩-২ গোলে হেরেই বসেছে কার্লো অ্যানচেলত্তির দল!
রেডবুল অ্যারেনা লাইপজিগে রিয়াল পিছিয়ে পড়েছিল ম্যাচের ১৩ মিনিটে। ইয়োসকো গুয়ার্দিওলের গোলে পিছিয়ে পড়ে রিয়াল।
এর মিনিট পাঁচেক পর স্বাগতিকদের ব্যবধানটা দ্বিগুণ করেন স্ট্রাইকার ক্রিস্টোফার এনকুকু। বিরতির ঠিক আগে ভিনিসিয়াস জুনিয়রের গোলে ব্যবধান কমিয়ে রিয়াল ইঙ্গিত দিচ্ছিল আরও একটা প্রত্যাবর্তনের গল্প লেখার।
ম্যাচের ৮১ মিনিটে টিমো ভের্নারের গোলে সেই কাজটা অনেকটাই কঠিন করে তোলে স্বাগতিকরা। ম্যাচের ইনজুরি সময়ে গোল করেছিলেন রিয়ালের রদ্রিগো গোয়েজ। তবে ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। ফলে গোলটা কেবল ব্যবধানই কমিয়ে আনতে পেরেছে চ্যাম্পিয়নদের জন্য, জয় কিংবা নিদেনপক্ষে ড্রটাও এনে দিতে পারেনি। এই হারের ফলে রিয়ালের শীর্ষস্থান নিয়ে সৃষ্টি হয়েছে শঙ্কা। শেষ ম্যাচে পয়েন্ট খোয়ালে, লাইপজিগ জিতে গেলে গ্রুপের দ্বিতীয় সেরা দল হয়ে শেষ ষোলতে যেতে হবে রিয়ালকে। গ্রুপের অন্য ম্যাচে শাখটার ডনেৎস্ক ১-১ গোলে রুখে দিয়েছে সেল্টিককে। যার ফলে স্কটিশ দলটির ইউরোপায় খেলার সুযোগও হারিয়ে গেছে।
জি গ্রুপে সিটি ড্র করেছে বরুসিয়ার মাঠে। অন্য ম্যাচে কোপেনহেগেনকে ৩-০ গোলে হারিয়েছে সেভিয়া। যার ফলে দ্বিতীয় রাউন্ডের আশা এখনো বেঁচে রইল স্প্যানিশ দলটির। শেষ ষোলোয় যেতে হলে দলটিকে শেষ ম্যাচে তো জিততে হবেই, তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচের দিকেও। ই গ্রুপে চেলসি ২-১ গোলে হারিয়েছে সালজবুর্গকে। যার ফলে গ্রুপ শ্রেষ্ঠত্ব নিশ্চিত হয়ে গেছে তাদের।