Can't found in the image content. বাংলাদেশের পতাকাকে নিউজিল্যান্ড বানিয়ে দিলো আইসিসি! | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪ |

EN

বাংলাদেশের পতাকাকে নিউজিল্যান্ড বানিয়ে দিলো আইসিসি!

স্পোর্টস ডেস্ক | আপডেট: মঙ্গলবার, অক্টোবর ২৫, ২০২২

বাংলাদেশের পতাকাকে নিউজিল্যান্ড বানিয়ে দিলো আইসিসি!
বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হয়েছে জয় দিয়েই। সুপার টুয়েলভে নেদারল্যান্ডসকে হারিয়ে পয়েন্ট টেবিলের চূড়ায় অবস্থান করছে তারা।

নিজেদের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক পোস্টে পয়েন্ট টেবিল প্রকাশ করে আইসিসি। তবে গ্রাফিক্স করা পোস্টের ছবিতে বাংলাদেশের পতাকার পাশে নিউজিল্যান্ডের নাম লিখেছে তারা।  

‘এ’ গ্রুপের করা সেই পয়েন্ট টেবিলে দেখা যায় বাংলাদেশের পতাকার পাশে লেখা আছে নিউজিল্যান্ডের নাম। তবে পয়েন্ট দেওয়া আছে বাংলাদেশেরই। সেভাবেই ভারতের পতাকার সামনে লেখা শ্রীলঙ্কার নাম। সাউথ আফ্রিকার পতাকার সামনে লেখা ইংল্যান্ড। জিম্বাবুয়ের পতাকার সামনে আফগানিস্তান, পাকিস্তানের সামনে আয়ারল্যান্ড আর স্কটল্যান্ডের পতাকার সামনে অস্ট্রেলিয়া!

পরে অবশ্য ভুল শুধরে নিয়েছে আইসিসি। ঠিক করেই প্রকাশ করা হয়েছে দুই গ্রুপের পয়েন্ট তালিকা। এর আগেও আইসিসির এমন ভুল করার নজির রয়েছে। বেশ কয়েকবার তাদের এরকম ভুলের কারণে সমালোচনা হয়েই যাচ্ছে।