Can't found in the image content. অ্যাস্টন ভিলার কোচ হলেন উনাই এমেরি | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ |

EN

অ্যাস্টন ভিলার কোচ হলেন উনাই এমেরি

স্পোর্টস ডেস্ক | আপডেট: মঙ্গলবার, অক্টোবর ২৫, ২০২২

অ্যাস্টন ভিলার কোচ হলেন উনাই এমেরি
আগের সপ্তাহে প্রিমিয়ার লিগের ম্যাচে ফুলহামের বিপক্ষে ৩-০ ব্যবধানে হারের পর বরখাস্ত করা হয় কোচে স্টিভেন জেরার্ডকে। ৫ দিনের মাথায় জেরার্ডের জায়গায় ভিলার দায়িত্বে আনা হল স্প্যানিশ কোচ উনাই এমেরিকে।

মঙ্গলবার ইংলিশ এ ক্লাবটির ভেরিফাইড টুইটার একাউন্ট থেকে বিষয়টি নিশ্চিত করা হয়। টুইটারে এমেরির একটি ছবি পোস্ট করে ক্লাবটি লিখেছে, ‘নতুন কোচ হিসেবে উনাই এমেরির নাম ঘোষণা করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত।'

এদিকে এ নিয়ে দ্বিতীয় বারের মত ইংলিশ কোনো ক্লাবের দায়িত্ব পেলেন এমেরি। এর আগে ২০১৮-১৯ মৌসুমে তিনি আর্সেনালের কোচ হিসেবে দায়িত্ব পালন করেন। তবে ধারাবাহিক হারের ব্যর্থতার কারণে ৭ মাসও টিকতে পারেনি গানারদের ক্লাবে।