Can't found in the image content. লাইপজিগ ম্যাচে মদ্রিচকেও পাচ্ছে না রিয়াল | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ |

EN

লাইপজিগ ম্যাচে মদ্রিচকেও পাচ্ছে না রিয়াল

স্পোর্টস ডেস্ক | আপডেট: মঙ্গলবার, অক্টোবর ২৫, ২০২২

লাইপজিগ ম্যাচে মদ্রিচকেও পাচ্ছে না রিয়াল
করিম বেনজেমা ও ফেদে ভালভেরদের পর লাইপজিগের বিপক্ষে ম্যাচ থেকে ছিটকে গেলেন রিয়াল মাদ্রিদের অভিজ্ঞ মিডফিল্ডার লুকা মদ্রিচও।

চ্যাম্পিয়ন্স লিগে মঙ্গলবার বুন্ডেসলিগার ক্লাবটির বিপক্ষে খেলবে রিয়াল। এই ম্যাচের জন্য গত রোববার ঘোষিত দলে নাম ছিল মদ্রিচের। তবে আগের দিন স্কোয়াড থেকে ৩৭ বছর বয়সী তারকার নাম প্রত্যাহার করা হয়।

ক্লাবের ওয়েবসাইটে সোমবার বিবৃতি দিয়ে রিয়াল জানায়, দলের সঙ্গে জার্মানিতে যাচ্ছেন না মদ্রিচ। তবে কী কারণে এই সিদ্ধান্ত তা জানানো হয়নি।

লা লিগায় গত শনিবার সেভিয়ার বিপক্ষে ৩-১ গোলে জেতা ম্যাচে শুরুর একাদশে ছিলেন মদ্রিচ। ৭৭তম মিনিটে তাকে তুলে নেন কোচ, এর আগে দলের প্রথম গোলটি করেন তিনি।

লাইপজিগ ম্যাচ থেকে মদ্রিচের এভাবে শেষ মুহুর্তে ছিটকে যাওয়া কিছুটা হলেও চিন্তার কারণ হতে পারে ক্রোয়েশিয়ার জন্য। কারণ কাতার বিশ্বকাপ শুরু আগামী ২০ নভেম্বর থেকে। বৈশ্বিক আসরে দলটির মূল কান্ডারি হিসেবে ধরা হচ্ছে মদ্রিচকেই।

গত সপ্তাহে ব্যালন ডি'অর জয়ী বেনজেমা ভুগছেন বাম পায়ের পেশির চোটে। সেভিয়ার বিপক্ষে ম্যাচের শেষের দিকে কড়া ট্যাকলে মাঠে পড়ে যান ভালভেরদে। চোট থেকে সেরে না ওঠায় দলে রাখা হয়নি তাকে।

ইউরোপ সেরার মঞ্চে চার ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে 'এফ' গ্রুপে শীর্ষে আছে রিয়াল। এরই মধ্যে শেষ ষোলো নিশ্চিত হয়ে গেছে স্পেনের সফলতম ক্লাবটির।