ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪ |

EN

জয়ের পর ‘ম্যাচ সেরা’ তাসকিন যা বললেন

স্পোর্টস ডেস্ক | আপডেট: সোমবার, অক্টোবর ২৪, ২০২২

জয়ের পর ‘ম্যাচ সেরা’ তাসকিন যা বললেন
একে একে সাতটি টি-টোয়েন্টি বিশ্বকাপ গেল, অথচ দ্বিতীয় রাউন্ডে কখনো জয় পায়নি বাংলাদেশ দল। অবশেষে অষ্টম আসরে এসে দেখা মিলল অধরাই  জয়ের। চলমান বিশ্বকাপের সুপার টুয়েলভে নেদারল্যান্ডসকে হারিয়েছে ৯ রানে। তাতেই গড়া হয়ে গেছে ইতিহাসটা, প্রথমবারের মতো দ্বিতীয় রাউন্ডে জয় পেয়েছে বাংলাদেশ।

অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের পঞ্চম ম্যাচে নেদারল্যান্ডের মুখোমুখি হয় টাইগাররা। টসে হেরে ব্যাট করতে নামা বাংলাদেশ নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৪ রান তুলে। ১৪৫ রানের জবাবে ডাচরা থামে ১৩৫ রানে।

বাংলাদেশের ঐতিহাসিক এই জয়ের নায়ক ছিলেন পেস তারকা তাসকিন। ইনিংসের প্রথম ওভারের প্রথম ও দ্বিতীয় বলে পর পর দুই উইকেট নিয়ে টাইগারদের জয়ের পথটা সহজ করেন দেন এই পেসার। শেষ পর্যন্ত ৪ ওভারে ২৫ রান দিয়ে নেন ৪ উইকেট। ম্যাচ সেরা পুরস্কারও উঠে তার হাতে।

ম্যাচ শেষে তাসকিন বলেন, ‘এটা আমাদের জন্য একটা ভালো জয় এবং এটা আমাদের দরকার ছিল। আমরা দল হিসেবে ভালো খেলেছি, ম্যাচে অবদান রাখতে পেরে খুশি। আমি আমার মৌলিক বিষয়গুলো আটকে রেখেছিলাম, দেখেছি প্রথম ইনিংসে নড়াচড়া ছিল। তাই আমি টেস্ট-ম্যাচ লেন্থে বোলিং করেছি।’a