ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪ |

EN

টস জিতে ফিল্ডিংয়ে ভারত

স্পোর্টস ডেস্ক | আপডেট: রবিবার, অক্টোবর ২৩, ২০২২

টস জিতে ফিল্ডিংয়ে ভারত
চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের চতুর্থ ম্যাচে মুখোমুখি হয়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। হাইভোল্টেজ ম্যাচটিতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। এতে আগে ব্যাট করতে হচ্ছে পাকিস্তানকে। 

আজ এক লাখ আসনের আইকনিক মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশ সময় বেলা ২টায় শুরু হবে ক্রিকেটের এই দুই পরাশক্তির মর্যাদার লড়াই। 

২০২১ সালের ২৪ অক্টোবর টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসরে মুখোমুখি হয়েছিল ভারত-পাকিস্তান। এক বছরের ব্যবধানে আবারও টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে শুরু হচ্ছে দুই দলের লড়াই। বিশ্বকাপের গত আসরের ম্যাচটিতে ভারতকে হারায় পাকিস্তান। যা কোনো বিশ্ব আসরে টিম ইন্ডিয়ার বিপক্ষে পাকিস্তানের প্রথম জয়। ওই হারের ধকল সামলাতে না পেরে শেষমেশ গ্রুপপর্ব থেকেই বিদায় নেয় সাবেক ভারত কাপ্তান বিরাট কোহলি বাহিনী। 

টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ১১বার মুখোমুখি হয়েছে ভারত-পাকিস্তান। ভারতের জয় পেয়েছে সাতটিতে, পাকিস্তানের জয় তিনটিতে। একটি ম্যাচ টাই হয়। ওই টাই ম্যাচে ‘বল আউট’ জিতেছিল ভারত। 

২০০৭ সালে হওয়া প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা ঘরে তুলেছিলো ভারত। দক্ষিণ আফ্রিকার মাটিতে অনুষ্ঠিত ওই আসরের ফাইনালে পাকিস্তানকে ৫ রানে হারিয়ে শিরোপাও জিতেছিলো মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন ভারত। 

২০০৯ সালে দ্বিতীয় আসরে শিরোপা জিতে পাকিস্তান। ইংল্যান্ডে অনুষ্ঠিত আসরের ফাইনালে শ্রীলঙ্কাকে ৮ উইকেটে হারিয়ে শিরোপা ঘরে তুলেছিলো তৎকালীন অধিনায়ক ইউনুস খানের পাকিস্তান। 

সর্বশেষ এশিয়া কাপে ভারত-পাকিস্তানের দেখা হয় দুইবার। প্রথমটিতে ভারত জিতলেও, দ্বিতীয়টিতে হেরে যায় তারা। ইনজুরির কারণে এশিয়া কাপে খেলা হয়নি পাকিস্তানের তারকা পেসার শাহীন শাহ আফ্রিদির। আজকের ম্যাচে দেখা যাবে তাকে।