ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪ |

EN

ভারত-পাকিস্তান মহারণ আজ

স্পোর্টস ডেস্ক | আপডেট: রবিবার, অক্টোবর ২৩, ২০২২

ভারত-পাকিস্তান মহারণ আজ
যে কোনো প্রতিযোগিতায় ভারত-পাকিস্তান ম্যাচ মানেই টানটান উত্তেজনা, যুদ্ধ যুদ্ধ ভাব। বিশেষ করে ক্রিকেটে এই প্রতিদ্বন্দ্বিতাটা সবচেয়ে বেশি। কারণ বাইশ গজের লড়াইয়ে দুই দল প্রায় সমানে সমান। 'কেহ কারে নাহি ছাড়ে' অবস্থা।

এশিয়ার দুই পরাশক্তির লড়াই যেন গোটা ক্রিকেট বিশ্বকেই দুই ভাগে বিভক্ত করে ফেলে। অবশ্য দুই দেশের রাজনৈতিক বৈরিতার কারণে এমন উপলক্ষ সবসময় আসেও না।

এশিয়া কাপের বদৌলতে সেই উপলক্ষ দুইবার এসেছে কদিন আগে। এবার টি-টোয়েন্টি বিশ্বকাপে সেই বহুল প্রতীক্ষিত লড়াই। আজ রোববার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে দুই দলের ক্রিকেটযুদ্ধ শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়।

টি-টোয়েন্টি ফরম্যাটে মুখোমুখি দেখায় পাকিস্তানের থেকে পরিষ্কার ব্যবধানে এগিয়ে ভারত। ১২টি ম্যাচ খেলে ভারত জিতেছে ৯টিতেই, পাকিস্তানের জয় মাত্র ৩টি।

তবে সাম্প্রতিক ফর্ম বিচারে পাকিস্তানকে এগিয়ে রাখতে হবে। কেননা ভারতের বিপক্ষে খেলা সর্বশেষ তিন ম্যাচের দুটিই জিতেছে পাকিস্তান। এর মধ্যে গত টি-টোয়েন্টি বিশ্বকাপেই ছয়বারের চেষ্টায় ভারতের বিপক্ষে প্রথম জয় তুলে নেয় আনপ্রেডিক্টেবলরা। এশিয়া কাপে পায় আরও এক জয়।

দুই দলই মর্যাদার এই লড়াইয়ে যে কোনো মূল্যে জিততে চায়। তাই আরেকটি রোমাঞ্চকর ম্যাচ অপেক্ষা করছে ক্রিকেটপ্রেমীদের জন্য, সেটা আগাম বলে দেওয়াই যায়!