ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪ |

EN

টস জিতে ব্যাটিংয়ে আয়ারল্যান্ড

স্পোর্টস ডেস্ক | আপডেট: রবিবার, অক্টোবর ২৩, ২০২২

টস জিতে ব্যাটিংয়ে আয়ারল্যান্ড
বিশ্বকাপের মূল পর্বের দ্বিতীয় দিনে আজ প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে গ্রুপ পর্ব থেকে উঠে আসা দুই দল। সুপার টুয়েলভের তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কা মুখোমুখি হচ্ছে আয়ারল্যান্ডের।

বেলেরিভ ওভালে এই ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন আইরিশ অধিনায়ক অ্যান্ড্রু বালবির্নি।

গ্রুপ পর্বে দুটি দলই একটি করে ম্যাচে হেরেছে। শ্রীলঙ্কা বিশ্বকাপের আগে এশিয়া কাপ জয় করে এশিয়ার শ্রেষ্ঠ দল হিসেবে আসলেও প্রথম ম্যাচে নামিবিয়ার মুখোমুখি রীতিমত অসহায় হয়ে পরে। সেই ম্যাচে বড় ব্যবধানে হেরে সুপার টুয়েলভে উঠার স্বপ্নে কিছুটা শঙ্কা দেখা দিয়েছিলো।

তবে পরবর্তী দুটো ম্যাচে নেদারল্যান্ডস এবং আরব আমিরাতকে হারিয়ে মূলপর্ব নিশ্চিত করে দাসুন শানাকার দল। অন্যদিকে দুইবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে মূলপর্বে উঠে আসে আয়ারল্যান্ড দল।

আয়ারল্যান্ড একাদশ
পল স্টার্লিং, অ্যান্ড্রু ব্যালবার্নি (অধিনায়ক), মার্ক অ্যাডায়ার, কার্টিস ক্যাম্ফার, গ্যারেথ ডেলানি, জর্জ ডকরেল, জশ লিটল, ব্যারি ম্যাকার্থি, সিমি সিং, হ্যারি টেক্টর, লোরকান টাকার।

শ্রীলঙ্কা একাদশ
কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), ধনঞ্জয়া ডি সিলভা, বান্দারা, ভানুকা রাজাপাকসে, চারিথ আশালঙ্কা, দাসুন শানাকা (অধিনায়ক), ওয়ানিদু হাসারাঙ্গা, চামিকা করুনারত্নে, বিনুরা ফার্নান্দো, মহেস থিকসানা এবং লাহিরু কুমারা।