Can't found in the image content. দল থেকে ‘বাদ’ পড়ে যা বললেন রোনালদো | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ |

EN

দল থেকে ‘বাদ’ পড়ে যা বললেন রোনালদো

স্পোর্টস ডেস্ক | আপডেট: শনিবার, অক্টোবর ২২, ২০২২

দল থেকে ‘বাদ’ পড়ে যা বললেন রোনালদো

ছবি: সংগৃহীত

ক্যারিয়ারের সায়াহ্নে এসে ক্রিস্তিয়ানো রোনালদোর হলো নতুন অভিজ্ঞতা। শৃঙ্খলাজনিত কারণে দল থেকে ‘বাদ’ পড়লেন পর্তুগিজ মহাতারকা। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে দিলেন একটি বিবৃতি। সেখানে নিজের কাণ্ডের জন্য দিলেন এক ধরনের ব্যাখ্যা।

ঘরের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে বুধবার টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে ম্যাচে শুরুর একাদশে ছিলেন না রোনালদো। পরে তাকে বদলি হিসেবেও নামাননি ইউনাইটেড কোচ এরিক টেন হাগ। ম্যাচের ৮৯ মিনিটে দেখা যায় ডাগআউট ছেড়ে টানেলের দিকে রওনা হয়েছেন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই ফরোয়ার্ড।

পুরো খেলা শেষ হওয়ার আগেই মাঠ ছেড়ে যাওয়ায় তাকে এক ম্যাচের জন্য বাইরে থাকার শাস্তি দিয়েছে ইউনাইটেড। শনিবার চেলসির বিপক্ষে প্রিমিয়ার লিগের সফলতম দলটি খেলবে রোনালদোকে ছাড়াই। এ শাস্তির কথা জানার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের অবস্থান তুলে ধরেছেন রিয়াল মাদ্রিদের সাবেক ফরোয়ার্ড।

“আমি পুরো ক্যারিয়ারজুড়ে যেমনটা করে এসেছি... সবসময় সতীর্থ, প্রতিপক্ষ ও কোচদের সঙ্গে সম্মানের সঙ্গে খেলতে চেষ্টা করি। এটি বদলায়নি, আমি বদলাইনি। গত ২০ বছর ধরে শীর্ষ পর্যায়ের ফুটবলে আমি সেই একই ব্যক্তি, একই পেশাদার হিসেবে রয়েছি। আমার সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সম্মানের বিষয়টি সবসময় বড় ভূমিকা রেখেছে।”

“আমি খুব ছোট বয়সে খেলা শুরু করেছি। বয়সে বড় ও অভিজ্ঞ খেলোয়াড়দের উদাহরণ আমার জন্য সবসময় গুরুত্বপূর্ণ ছিল। এজন্য পরে আমি সবসময় চেষ্টা করেছি, আমার দলের তরুণ খেলোয়াড়দের জন্য নিজেকে উদাহরণ হিসেবে দাঁড় করাতে। দূর্ভাগ্যবশত এটি সবসময় সম্ভব হয় না। কখনও কখনও মুহূর্তের উত্তাপ আমাদের গ্রাস করে ফেলে।”

যা হয়েছে তা পেছনে ফেলে সামনের দিনগুলোতে সবসময় যেকোনো কিছুর জন্য প্রস্তুত থাকার প্রত্যয় জানিয়েছেন রোনালদো। চাপের মুখে ভেঙে না পড়ে সবার সঙ্গে ঐক্যবদ্ধ থাকার বার্তা দিয়েছেন তিনি।

“এখন আমি যা বুঝতে পারছি, আমাকে ক্যারিংটনে কঠোর পরিশ্রম করে যেতে হবে, সতীর্থদের সমর্থন করতে হবে এবং যেকোনো ম্যাচে সবকিছুর জন্য প্রস্তুত থাকতে হবে। চাপের কাছে নতি স্বীকার করা কোনো উপায় হতে পারে না। এটি কখনও ছিলও না। ম্যানচেস্টার ইউনাইটেড এবং আমাদের অবশ্যই ঐক্যবদ্ধ থাকতে হবে। শিগগির আমরা আবার এক হব।”

উল্লেখ্য, মৌসুম শুরুর আগে রায়ো ভাইয়েকানোর বিপক্ষে প্রাক-মৌসুম প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে রোনালদোকে উঠিয়ে নিয়েছিলেন টেন হাগ। মাঠ থেকে তুলে নেওয়ার পর স্টেডিয়াম ছেড়েই চলে যান ৩৭ বছর বয়সী এ অভিজ্ঞ ফুটবলার। সেটি নিয়েও অসন্তোষ প্রকাশ করেছিলেন ইউনাইটেড কোচ।