বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গেল আসরে ফরচুন বরিশালের জার্সিতে দেখা গিয়েছিল সাকিব আল হাসানকে। বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক এবারও দল বদলাচ্ছেন না, খেলবেন সেই বরিশালের হয়েই। একই সঙ্গে দলটির অধিনায়কত্বও করতে দেখা যাবে তারকা এই অলরাউন্ডারকে। গতকাল শুক্রবার এক বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে বরিশাল।
এর আগে গতকাল শুক্রবার প্রথমে আফগান ক্রিকেটার করিম জানাতকে দলে ভেড়ানোর খবর জানায় ফরচুন বরিশাল। এরপর টি-টোয়েন্টির তারকা ক্রিকেটার ক্রিস গেইলকেও দলে যোগ করে সবশেষ আসরের বিপিএলের এই ফাইনালিস্ট দল। আফগান আরেক ক্রিকেটার ইব্রাহিম জাদরানকেও দলে ভিড়িয়েছে বরিশাল।
গেইলের বিষয় নিয়ে ফরচুন বরিশাল তাদের নিজস্ব ফেরিভায়েড ফেসবুক পেজের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছিল। সেখানে তারা লিখেছে, ‘আসন্ন বিপিএলে ফরচুন বরিশালের হয়ে মাঠ মাতাবেন ওয়েস্ট ইন্ডিজ তারকা ক্রিস গেইল।’
এর আগে শুক্রবার রংপুর রাইডার্স তাদের অফিসিয়াল ফেসবুক পেজে পোস্টের মাধ্যমে পাকিস্তানের তারকা ক্রিকেটার শোয়েব মালিকের যুক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছিল। সেখানে তারা লিখেছে, ‘৪৮১ টি-টোয়েন্টি ম্যাচ এবং ১১,২০৯ রানের সুবিশাল অভিজ্ঞতা নিয়ে রংপুর রাইডার্সে রাজত্ব করতে আসছেন শোয়েব মালিক। রংপুর রাইডার্স পরিবারে স্বাগতম।’