স্টিভেন স্মিথের ফর্মটা ভালো যাচ্ছে না। টি-২০ বিশ্বকাপ স্কোয়াডে থাকলেও ২২ অক্টোবর প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে তাকে দেখা যাবে না। বিষয়টি নিশ্চিত করেছেন অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক জজ বেইলি। স্মিথের জায়গায় টিম ম্যানেজমেন্টের পছন্দ ডেভিডকে।
বেইন জানান, ‘আমরা সবার পারফরম্যান্সে সন্তুষ্ট। তারপরও নিউজিল্যান্ডের বিপক্ষে চিন্তাভাবনা করে সেরা একাদশ সাজাতে হবে। সেদিক দিয়ে পছন্দ ডেভিডকে। ও দুর্দান্ত ব্যাটিং করছে। আশা করি বিশ্বকাপে ও অস্ট্রেলিয়ার কাজে আসবে। তবে বিশ্বকাপের কোনো এক পর্যায়ে অবশ্যই খেলবে স্মিথ।’ ঘাড়ে ব্যথার জন্য ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় টি-২০ খেলেননি ডেভিড ওয়ার্নার।
অলরাউন্ডার মিচেল মার্শও বল করছেন না দীর্ঘদিন। এই দুজন নিয়ে শঙ্কায় নেই বেইলির। বিশ্বকাপ জিততে অলরাউন্ডারদের ভূমিকা গুরুত্বপূর্ণ। মার্শ সেটা জানে, নেটে ২০-৩০টি বল করছে নিয়মিত। আর ওয়ার্নার পুরোপুরি ফিট। বেইলির আশা প্রথম ম্যাচ থেকেই খেলবে ওয়ার্নার।