Can't found in the image content. বৃষ্টিতে ভেসে গেল বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার ম্যাচ | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪ |

EN

বৃষ্টিতে ভেসে গেল বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার ম্যাচ

স্পোর্টস ডেস্ক | আপডেট: বুধবার, অক্টোবর ১৯, ২০২২

বৃষ্টিতে ভেসে গেল বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার ম্যাচ
ভক্তদের প্রত্যাশা ছিল, দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াবে সাকিব আল হাসানের দল। ভক্তদের প্রত্যাশা ছিল, দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াবে টিম টাইগার্স। কিন্তু ভাগ্যবিধাতা সে সুযোগ দেননি সাকিব আল হাসানের দলকে। ব্রিসবেনে টানা বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে বাংলাদেশ দলের বিশ্বকাপের আগে নিজেদের দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচ। 

নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে গেল ১৭ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ। সেবার প্রস্তুতিটা একদমই সুখকর হয়নি সাকিব-সৌম্যদের৷ সে ম্যাচে ৬২ রানের বড় ব্যবধানে হারে বাংলাদেশ। 

২৪ অক্টোবর ‘এ’ গ্রুপের রানার্স আপ দলের সঙ্গে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ।

বিশ্বকাপে বাংলাদেশের স্কোয়াড: সাকিব আল হাসান (অধিনায়ক), নুরুল হাসান সোহান (সহ-অধিনায়ক), লিটন দাস, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, মোসাদ্দেক হোসেন সৈকত, ইয়াসির আলী রাব্বি, নাসুম আহমেদ, এবাদত হোসেন, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, নাজমুল হোসেন শান্ত ও সৌম্য সরকার।

স্ট্যান্ডবাই : শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, রিশাদ হোসেন এবং সাব্বির রহমান।