ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪ |

EN

এমবাপ্পেও পিএসজি ছাড়ার সংবাদে ধাক্কা খেলেন

স্পোর্টস ডেস্ক | আপডেট: সোমবার, অক্টোবর ১৭, ২০২২

এমবাপ্পেও পিএসজি ছাড়ার সংবাদে ধাক্কা খেলেন
নানা নাটকীয়তার পর চলতি মৌসুম শুরুর আগে পিএসজির সঙ্গে চুক্তি নবায়ন করেন কিলিয়ান এমবাপ্পে। কিন্তু নতুন চক্তির মেয়াদ ছয় মাস যেতে না যেতেই ক্লাবটিতে অসুখী হয়ে উঠেন ফরাসি তারকা। তাইতো ফুটবল বিশ্বে জোর গুঞ্জন উঠে, জানুয়ারিতেই ক্লাবটি ছেড়ে যাচ্ছেন তিনি। শুধু তাই নয়, সম্ভাব্য ঠিকানা হিসেবে উচ্চারণ হয় লিভারপুলের নামও। 

তবে এসব কিছুকেই গুঞ্জন বলে উড়িয়ে দিয়েছিলেন পিসএজি কোচ আর স্পোর্টিং ডিরেক্টর। কিন্তু গত কয়েক মাসে এমবাপ্পের নানা কর্মকাণ্ডের কারণে ‘পিএসজি-ছাড়া’এর খবর কৌতূহলী করে তুলেছিল সবাইকে। এবার এমবাপ্পে সমাধান দিয়ে দিলেন এই গুঞ্জনের।

রোববার (১৬ অক্টোর) রাতে পার্ক দি প্রিন্সেসে অলিম্পিক মার্শেইয়ের মুখোমুখি পিএসজি।

নেইমারের একমাত্র গোলে ঘরের মাঠে জয় পায় লিগ ওয়ানের চ্যাম্পিয়নরা। আর ম্যাচের একমাত্র গোলটি করতে নেইমারকে বল পাস দেন এমবাপ্পে। 

জয়ের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফরাসি ফরোয়ার্ড জানুয়ারিতে পিএসজি ছাড়ার গুঞ্জন সম্পর্কে বলেন, ‘আমি তো এখানে খুবই ভালো আছি। জানুয়ারিতে চলে যাওয়ার কথা আমি কখনোই বলিনি।’

এমবাপ্পে আরও বলেন, ‘(বেনফিকা) ম্যাচের দিন যে খবরটি এলো, আমি বুঝতে পারছিলাম না। অন্য সবার মতো আমিও ধাক্কা খেয়েছি। অনেকেই মনে করে এই খবর তৈরির সঙ্গে আমি জড়িত আছি। কিন্তু আমি জড়িত নই। খবরটা শুনে সবাই হতবাক হয়ে পড়েছিল। এরপরও আমাদের শান্ত থাকতে হয়েছে। কারণ খেলা ছিল। আর এটা বোঝানোর ছিল যে খবরটি সম্পূর্ণ ভুল, আমি এখানেই ভালো আছি।’