ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, জুলাই ৫, ২০২৪ |

EN

নামিবিয়ার কাছে হেরে যা বললেন শ্রীলঙ্কার অধিনায়ক

স্পোর্টস ডেস্ক | আপডেট: রবিবার, অক্টোবর ১৬, ২০২২

নামিবিয়ার কাছে হেরে যা বললেন শ্রীলঙ্কার অধিনায়ক
এশিয়া কাপের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। পাকিস্তান-ভারতের মতো শক্তিশালী দলকে হারিয়ে শিরোপা ঘরে তুলে লঙ্কানরা। অথচ বিশ্বকাপের প্রথম ম্যাচেই এমন ধাক্কা খেল দলটি! এমন অঘটনের শিকার হবে হয়তো কল্পনাও করতে পারেনি শ্রীলঙ্কা ক্রিকেট দল। টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে লঙ্কানদের রীতিমতো উড়িয়ে দিয়েছে নামিবিয়া।

বিশ্বকাপের পঞ্চম আসরের চ্যাম্পিয়নদের হারিয়েছে ৫৫ রানের বড় ব্যবধানে। ‘পুঁচকে’ নামিবিয়ার কাছে লজ্জার পরাজয়ের কারণ হিসেবে দলের বোলারদের দুষলেন শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকা।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দাঁড়িয়ে শ্রীলঙ্কার অধিনায়ক বললেন, ‘আমি মনে করি কার্যকরী বোলিংক করতে পারিনি আমরা। নামিবিয়ার বোলারদের তুলনায় আমাদের বোলাররা সঠিক জায়গায় বোলিং করেনি।  বিষয়টি নিয়ে আমি আমরা উদ্বিগ্ন।’

নিজেদের ব্যাটিং নিয়ে শানাকা বলেন, ‘আমাদের পরিকল্পনায় ছিল প্রথম তিনজন ব্যাটার যতটা সময় ত্রিজে থেকে রান করে যাবে। কিন্তু প্রথম পাওয়ারপ্লেতে তিন উইকেট হারিয়েছি আমরা, যা  খেলা থেকে ছিটকে দিয়েছে আমাদের।’

১৮ অক্টোবর গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে খেলবে শ্রীলঙ্কা।

পরবর্তি ম্যাচের পরিকল্পনা নিয়ে শানাকা বলেন, ‘খুব সহজ পরিকল্প নাই। বিশেষ কিছু করার নেই। এটি খেলার মাঝেই প্রক্রিয়া চলে।  ১৬০ রান তাড়া করার সময় আপনার ভালো শুরু প্রয়োজন। যেমন টপঅর্ডারের দুজন ব্যাটার বড় পার্টানারশিপ গড়বে।  তিন ও চারে নামা ব্যাটার ক্লিক করে এগিয়ে নিয়ে যাবে।  আর আর বোলিংয়ে বোলারদের নির্দিষ্ট জায়গায় বল ফেলতে হবে।’