Can't found in the image content. পিএসজি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন এমবাপ্পে, যেতে পারেন যে ক্লাবে | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ |

EN

পিএসজি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন এমবাপ্পে, যেতে পারেন যে ক্লাবে

স্পোর্টস ডেস্ক | আপডেট: বৃহস্পতিবার, অক্টোবর ১৩, ২০২২

পিএসজি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন এমবাপ্পে, যেতে পারেন যে ক্লাবে

ছবি: সংগৃহীত

চার-পাঁচ মাস আগে তুমুল আলোচনার বিষয় ছিল পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে যাচ্ছেন কিলিয়ান এমবাপ্পে। এ ইস্যুতে জল কম ঘোলা হয়নি। তবে মাদ্রিদকে ক্ষতির মুখে ফেলে মুখ ফিরিয়ে প্যারিসেই থেকে যান এমবাপ্পে।

এবার জানা গেল, পিএসজির কর্মকর্তাদের উপর চরম ক্ষুব্ধ এমবাপ্পে। নাসের আল খোলাইফির ক্লাবের সঙ্গে এ ফরাসি ফরোয়ার্ডের সম্পর্ক এমন তিক্ত পর্যায়ে পৌঁছেছে যে, আগামী জানুয়ারিতেই প্যারিস ছাড়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন এমবাপ্পে।

গত জুলাই মাসেই নাকি পিএসজিকে ক্লাব ছাড়ার কথা জানিয়ে দিয়েছেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী এই ফুটবলার।

স্প্যানিশ পত্রিকা মার্কা এসব তথ্য জানিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে।

তারা লিখেছে,  ক্লাবের সঙ্গে এমবাপ্পের সম্পর্ক মোটেও ভালো যাচ্ছে না। এমবাপ্পের বিশ্বাস, পিএসজি তার সঙ্গে প্রতারণা করেছে। এই উপলব্ধি হওয়ার সঙ্গে সঙ্গেই পার্ক ডি প্রিন্সেস ছেড়ে যাওয়ার পূর্ণ সিদ্ধান্ত নিয়ে নেন তিনি।জানুয়ারিতেই পিএসজির সঙ্গে সম্পর্ক ছিন্ন করবেন এমবাপ্পে।

তবে কোন ক্লাবকে ঠিকানা হিসেবে বেছে নেবেন এ ফরাসি তারকা?

মার্কা লিখেছে, যে কোনো ক্লাবে যেতে পারেন তিনি। তবে রিয়াল মাদ্রিদ বাদে। কারণ, পিএসজিও নাকি এমবাপ্পেকে একটি শর্ত সাপেক্ষে ছাড়তে রাজি হয়েছে। সেটি হচ্ছে এমবাপ্পের গন্তব্য কোনোভাবেই রিয়াল মাদ্রিদ হতে পারবে না। তবে  লিভারপুলে যেতে বাধা নেই তার।

লিভারপুলেও যেতে আগ্রহী ছিলেন এমবাপ্পে। গত মৌসুমে এ তারকা বলেছিলেন, ‘আমি লিভারপুলের সঙ্গে কথা বলেছিলাম। কারণ, এটা আমার মায়ের পছন্দের ক্লাব। আমার মা লিভারপুলকে ভালোবাসে।’

সে হিসেবে ইংলিশ ক্লাবটিই হতে পারে এমবাপ্পের নতুন গন্তব্য।