ম্যাচ শুরুর ৫৭ সেকেন্ডে লিভারপুলের জালে বল, উল্লাসে ফেটে পড়ল আর্সেনাল। দারুণভাবে ঘুরে দাঁড়াল ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা। জমে উঠল লড়াই। বারবার রূপ বদলানো হাইভোল্টেজ ম্যাচটি জিতে লিগ টেবিলের শীর্ষে ফিরল মিকেল আর্তেতার দল।
এমিরেটস স্টেডিয়ামে রোববার প্রিমিয়ার লিগে ম্যাচে ৩-২ গোলে জিতেছে আর্সেনাল। গাব্রিয়েল মার্তিনেলির গোলে এগিয়ে যাওয়ার পর বিজয়ীদের পরের গোল দুটি করেন বুকায়ো সাকা।
লিভারপুলের দুই গোলদাতা দারউইন নুনেস ও রবের্তো ফিরমিনো।
৯ ম্যাচের আটটিতেই জেতা আর্সেনালের পয়েন্ট হলো ২৪। ১ পয়েন্ট কম নিয়ে দুইয়ে নেমে গেছে ম্যানচেস্টার সিটি।
সাম্প্রতিক পারফরম্যান্সের বিচারে দুই দলের মাঝে পার্থক্য কতটা, শুরুর গোলে সেটাই যেন ফুটে ওঠে। ঘড়ির কাটা মিনিটের ঘর না ছুঁতেই লিভারপুলকে স্তব্ধ করে দেয় আর্সেনাল।
কিক অফ থেকে ওঠা লিভারপুলের আক্রমণ রুখে পাল্টা আক্রমণ শাণায় আর্সেনাল। মাঝমাঠ থেকে বল পায়ে বুকায়ো সাকা অনেকটা এগিয়ে বাঁ দিকে পাস দেন মার্টিন ওডেগোরকে আর নরওয়ের এই মিডফিল্ডার দারুণ থ্রু বল বাড়ান ডি-বক্সে। বিনা বাধায় ছুটে গিয়ে কোনাকুনি শটে দলকে উচ্ছ্বাসে ভাসান তরুণ ব্রাজিলিয়ান ফরোয়ার্ড মার্তিনেলি।
তবে ছন্দে না থাকলেও লিভারপুলের শক্তিমত্তায় তো আর কমতি নেই। ধাক্কা সামলে পজেশন রেখে আক্রমণে মনোযোগী হয় তারা। ভালো কোনো সুযোগ যদিও তৈরি করতে পারছিল না কেউ।
৩০তম মিনিটে আর্সেনাল নিজেদের ভুলেই বিপদে পড়তে পারত। ডান দিক থেকে আসা বল ঠেকাতে গিয়ে নিজেদের জালে জড়াতে যাচ্ছিলেন তাদের ডিফেন্ডার উইলিয়াম সালিবা, ঝাঁপিয়ে ঠেকান গোলরক্ষক অ্যারন র্যামসডেল।
চার মিনিট পরই কাঙ্ক্ষিত গোল পেয়ে যায় লিভারপুল। ডান দিক থেকে লুইস দিয়াসের বক্সে বাড়ানো বল পেয়ে দারুণ স্লাইডে গোলরক্ষককে পরাস্ত করেন নুনেস। প্রিমিয়ার লিগে অভিষেক ম্যাচ গোলে রাঙানোর দুই মাসের বেশি সময় পর আবার জালের দেখা পেলেন উরুগুয়ের এই ফরোয়ার্ড।
প্রথমার্ধের পাঁচ মিনিট যোগ করা সময়ের শেষ মিনিটে আবারও এগিয়ে যায় আর্সেনাল। বাঁ দিক দিয়ে বক্সে ঢুকে দারুণ ক্রস বাড়ান মার্তিনেলি। ছয় গজ বক্সের মুখে নাগালে পেয়েও ছেড়ে দেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার গাব্রিয়েল মাগালেস, সেদিকে গোলরক্ষক আগেই এগিয়ে যাওয়ায় কাছ থেকে ফাঁকা জালে বল পাঠান সাকা।
বিরতির আগেই দিয়াস চোট পেয়ে মাঠ ছাড়লে ফিরমিনোকে নামান লিভারপুল কোচ। প্রিয় প্রতিপক্ষ পেয়ে কোচের আস্থার প্রতিদান দিতে দেরি করেননি ব্রাজিলিয়ান স্ট্রাইকার। দ্বিতীয়ার্ধের অষ্টম মিনিটে দিয়োগো জটার থ্রু বল বক্সে পেয়ে সমতা টানেন তিনি।
আর্সেনালের বিপক্ষে এই নিয়ে ১৭ ম্যাচে ১০ গোল করলেন ফিরমিনো, কোনো এক দলের বিপক্ষে তার সবচেয়ে বেশি।
তরুণ ইংলিশ মিডফিল্ডার সাকার সফল স্পট কিকে ৭৬তম মিনিটে ম্যাচে তৃতীয়বারের মতো এগিয়ে যায় আর্সেনাল। বক্সে জেসুস ফাউলের শিকার হলে পেনাল্টিটি পায় তারা।
শেষ পর্যন্ত এই ব্যবধান ধরে রেখেই জয়ীর বেশে মাঠ ছাড়ে আর্সেনাল।
আসরে এই নিয়ে দ্বিতীয় হারের তেতো স্বাদ পেল লিভারপুল। আট ম্যাচে তাদের জয় মাত্র দুটি, বাকি চারটি ড্র। ১০ পয়েন্ট গতবারের রানার্সআপ দলটি আছে ১০ নম্বরে।