Can't found in the image content. পেদ্রির গোলে আবারও শীর্ষে ফিরল বার্সেলোনা | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ |

EN

পেদ্রির গোলে আবারও শীর্ষে ফিরল বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক | আপডেট: সোমবার, অক্টোবর ১০, ২০২২

পেদ্রির গোলে আবারও শীর্ষে ফিরল বার্সেলোনা
লা লিগায় আবারও পয়েন্ট টেবিলের শীর্ষে ফিরেছে বার্সেলোনা। ন্যু ক্যাম্পে রোববার (৯ অক্টোবর) সেল্টা ভিগোকে ১-০ গোলে হারিয়েছে কাতালানরা। ম্যাচের একমাত্র গোলটি করেন পেদ্রি। 

এই জয়ে বার্সা ৮ ম্যাচ শেষে রিয়াল মাদ্রিদের সমান ২২ পয়েন্ট নিয়ে গোলব্যবধানে এগিয়ে থেকে এক নম্বরে। আগামী রোববার (১৬ অক্টোবর) সান্তিয়াগো বার্নাব্যুতে এল ক্লাসিকো হবে শীর্ষ দুই দলের মধ্যে।

চলতি মৌসুমে লা লিগায় এটি বার্সার সপ্তম জয়। ম্যাচের শুরুটা তাদের দারুণ হয়েছিল। গাভি ও রাফিনহা বেশ কয়েকটি গোলের সুযোগ তৈরি করেন। সেল্টার আর্জেন্টাইন গোলকিপার অগাস্টিন মার্শেসিন দশম মিনিটে বাঁ হাত দিয়ে রাফিনহার লম্বা শট রুখে দেন। তবে ১৭ মিনিটেপেদ্রির গোলপোস্টের কাছ থেকে নেওয়া ফিরতি শট ঠেকাতে পারেননি। 

বিরতির পর সেল্টা বলের নিয়ন্ত্রণে রাখে বেশি সময়। সুযোগও তৈরি করেছিল একাধিক। কিন্তু গোলকিপার মার্ক আন্দ্রে টের স্টেগেন লা লিগায় টানা ষষ্ঠ ম্যাচে ক্লিনশিট ধরে রাখলেন।