Can't found in the image content. গোলের ধারাতেই হলান্ড, বড় জয়ে শীর্ষে ফিরলো সিটি | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ |

EN

গোলের ধারাতেই হলান্ড, বড় জয়ে শীর্ষে ফিরলো সিটি

স্পোর্টস ডেস্ক | আপডেট: রবিবার, অক্টোবর ৯, ২০২২

গোলের ধারাতেই হলান্ড, বড় জয়ে শীর্ষে ফিরলো সিটি
আর্লিং হলান্ড মাঠে নামবেন আর গোল পাবেন না, তা কী হয়! দুর্দান্ত ছন্দে এগিয়ে চলা তারকা সাউথ্যাম্পটনের বিপক্ষে তিনটি সুযোগ হারানোর পর ঠিকই পেলেন জালের দেখা। আলো ছড়ালেন তার সতীর্থরাও। বড় জয়ে প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠল পেপ গুয়ার্দিওলার দল।

ইতিহাদ স্টেডিয়ামে শনিবার লিগ ম্যাচে ৪-০ গোলে জিতেছে গত দুই আসরের চ্যাম্পিয়নরা।

স্বাগতিকদের হয়ে একটি করে গোল করেন জোয়াও কানসেলো, ফিল ফোডেন, রিয়াদ মাহরেজ ও হলান্ড।

আক্রমণাত্মক ফুটবলে শুরু থেকে সাউথ্যাম্পটনকে চেপে ধরে সিটি। দ্বিতীয় মিনিটেই প্রথম সুযোগ তৈরি করে তারা। কানসেলোর পাসে মাহরেজের বাঁ পায়ের জোরাল শট ঠেকান গোলরক্ষক। ত্রয়োদশ মিনিটে আরেকটি সুযোগ পেয়ে উড়িয়ে মারেন মাহরেজ।

পরের মিনিটে সুবর্ণ সুযোগ পান ঘরের মাঠে আগের তিন লিগ ম্যাচেই হ্যাটট্রিক করা হলান্ড। ওয়ান-অন-ওয়ানে গোলরক্ষককে পরাস্ত করলেও তার শট পোস্টে লাগে।

ছয় মিনিট পরই চমৎকার গোলে দলকে এগিয়ে নেন শুরু থেকে দারুণ খেলা কানসেলো। বাঁ দিক দিয়ে আক্রমণে উঠে প্রতিপক্ষের একজনকে কাটিয়ে বক্সে ঢুকে বাঁ পায়ের শটে দূরের পোস্ট দিয়ে গোলটি করেন তিনি।

৩২তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ফোডেন। কেভিন ডে ব্রুইনের পাস ডি-বক্সে নিয়ন্ত্রণে নিয়ে বাঁ পায়ের শটে এগিয়ে আসা গোলরক্ষককে ফাঁকি দেন এই ইংলিশ মিডফিল্ডার।

গত রাউন্ডে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে দলের ৬-৩ গোলের জয়ে হলান্ডের সঙ্গে হ্যাটট্রিক করেছিলেন ফোডেনও। চলতি আসরে ৯ ম্যাচে তার গোল হলো ৬টি।

ক্রীড়ার পরিসংখ্যান নিয়ে কাজ করা অপটার তথ্য অনুযায়ী, দাভিদ সিলভাকে (৯৩) ছাড়িয়ে প্রিমিয়ার লিগে সিটির হয়ে সবচেয়ে বেশি অ্যাসিস্টের রেকর্ড নিজের করে নিলেন ডে ব্রুইনে (৯৪)।

বিরতির আগে বক্সের বাইরে থেকে সাউথ্যাম্পটনের স্টুয়ার্ট আর্মস্ট্রংয়ের শট ক্রসবারের সামান্য ওপর দিয়ে উড়ে যায়। প্রথমার্ধে গোলের জন্য এই একটি শটই নিতে পারে সফরকারীরা। যেখানে এই সময়ে সিটির ১২ শটের পাঁচটি ছিল লক্ষ্যে।

দ্বিতীয়ার্ধের চতুর্থ মিনিটে স্কোরলাইন ৩-০ করেন মাহরেজ। রদ্রির ক্রসে ছয় গজ বক্সের কোনাকুনি থেকে দারুণ ভলিতে গোলটি করেন তিনি।

৫৭তম মিনিটে আরেকটি ভালো সুযোগ পান হলান্ড। ডে ব্রুইনের পাসে ছয় গজ বক্সের মুখে প্রতিপক্ষের খেলোয়াড়ের চাপে বলে পা ছোঁয়াতে পারেননি নরওয়ের ফরোয়ার্ড।  একটু পর তার সামনে সুযোগ আসে আবার। এবার ডে ব্রুইনের থ্রু বল ধরে বক্সে ঢুকে গোলরক্ষককে কাটাতে গিয়ে ব্যর্থ হন তিনি।

অবশেষে ৬৫তম মিনিটে জালের দেখা পান হলান্ড। বক্সের ভেতর বাঁ দিক থেকে কানসেলোর পাসে বাঁ পায়ের শটে লক্ষ্যভেদ করেন তিনি।

এই নিয়ে প্রিমিয়ার লিগে টানা ৭ এবং মোট ৯ ম্যাচের আটটিতেই জালের দেখা পেলেন হলান্ড। গোল্ডেন বুটের লড়াইয়ে দারুণ গতিতে ছুটে চলা তারকার গোল হলো ১৫টি। সব প্রতিযোগিতা মিলিয়ে সিটির জার্সিতে তার ২০ গোল হয়ে গেল ১৩ ম্যাচেই।

বাকি সময়েও ব্যবধান বাড়ানোর বেশ কয়েকটি সুযোগ পায় সিটি; কিন্তু জ্যাক গ্রিলিশ, সের্হিও গোমেজ, রদ্রিরা সেগুলো কাজে লাগাতে পারেননি।

৯ ম্যাচে সাত জয় ও দুই ড্রয়ে সিটির পয়েন্ট এখন ২৩। এক ম্যাচ কম খেলে ২১ পয়েন্ট নিয়ে দুই নম্বরে নেমে গেছে আর্সেনাল। তাদের সমান ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে তিনে টটেনহ্যাম হটস্পার।

আরেক ম্যাচে উলভারহ্যাম্পটন ওয়ানডারার্সকে ৩-০ গোলে হারানো চেলসি আট ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে চার নম্বরে আছে।