Can't found in the image content. প্রকাশ পেল কাতার বিশ্বকাপের নতুন গান (ভিডিও) | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ |

EN

প্রকাশ পেল কাতার বিশ্বকাপের নতুন গান (ভিডিও)

স্পোর্টস ডেস্ক | আপডেট: শনিবার, অক্টোবর ৮, ২০২২

প্রকাশ পেল কাতার বিশ্বকাপের নতুন গান (ভিডিও)
‘দ্য গ্রেটেস্ট শো অন দ্য আর্থ’ খ্যাত ফুটবল বিশ্বকাপ শুরু হতে আর পঞ্চাশ দিনও বাকি নেই। এরইমধ্যে ফুটবলের বিশ্ব মঞ্চের এই উন্মাদনা বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে নতুন আরেকটি গান প্রকাশ করেছে আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা (ফিফা)।এর আগে ‘হায়া হায়া’ শিরোনামে আরও একটি গান প্রকাশ করেছিল ফিফা।

৭ অক্টোবর (শুক্রবার) ফিফা নিজেদের ইউটিউব চ্যানেলে ‘লাইট দ্য স্কাই’ নামক গানটা ভক্তদের জন্য প্রকাশ করেছে। এই গানে কণ্ঠ মিলিয়েছেন চার দেশের চার অভিনেত্রী-গায়িকা। যেখানে বলিউডের অভিনেত্রী নোরা ফাতেহী থেকে শুরু করে আমিরাতের বালকিস ফাথি, ইরাকের রাহমা মেজের এবং মরক্কোর মানাল কণ্ঠ মিলিয়েছেন।

কেবল কণ্ঠ মেলানো নয়, এই চারজন গানটির মিউজিক ভিডিওতে অভিনয়ও করেছে। সম্পূর্ণ গানটি দেখতে এবং শুনতে ক্লিক করুন