Can't found in the image content. মেসি-রোনালদোকে পেছনে ফেললেন এমবাপ্পে | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ |

EN

মেসি-রোনালদোকে পেছনে ফেললেন এমবাপ্পে

স্পোর্টস ডেস্ক | আপডেট: শনিবার, অক্টোবর ৮, ২০২২

মেসি-রোনালদোকে পেছনে ফেললেন এমবাপ্পে
ফুটবল বিশ্বের দুই মহাতারকা লিওনেল মেসি-ক্রিশ্চিয়ানো রোনালদোর আধিপত্য কি তাহলে সত্যিই শেষ হলো! অবাক হলেন তাদের সমর্থকরা? অবাক হওয়ার কিছু নেই। একথাটি ফুটবল মাঠে এখনো জোর দিয়ে বলার সময় আসেনি। তবে যুক্তরাষ্ট্রের সাময়িকী ‘ফোর্বস’-এর করা চলতি বছরে বিশ্বের সর্বোচ্চ আয় করা ফুটবলারদের তালিকায় মেসি-রোনালদোর আধিপত্য গুড়িয়ে নুতন রাজা হিসেবে আবির্ভূত হয়েছেন মেসির ক্লাব সতীর্থ পিএসজি তারকা কিলিয়ান এমবাপ্পে।

শুক্রবার (৭ অক্টোবর) প্রকাশিত তালিকায় দুই কিংবদন্তীকে টপকে শীর্ষে উঠে এসেছেন পিএসজির ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে। গত আট বছরের মধ্যে এই প্রথমবার মেসি-রোনালদোর বাইরে কেউ ধনী ফুটবলারের তালিকায় শীর্ষে উঠলেন।

২০১৮ সালে বার্ষিক মোট আয়ে প্রথমবারের মতো ১০ কোটি ডলার ছাড়িয়ে যান মেসি-রোনালদো। তখন দুজনই বয়সের ঘরে ত্রিশের কোটা পার করেন। সেখানে এমবাপ্পে মাত্র ২৩ বছর বয়সেই টপকে গেলেন ১০ কোটি ডলারের কোটা। ফোর্বসের হিসাব অনুযায়ী, ২০২২-২৩ মৌসুমে আনুমানিক ১২ কোটি ৮০ লাখ ডলার আয় করবেন এমবাপ্পে।

মার্কিন বিজনেস সাময়িকিটির মতে, ২০২২-২৩ মৌসুমে ১২ কোটি ডলার আয় হতে পারে ৩৫ বছর বয়সী মেসির, যা তাকে সর্বোচ্চ আয়ের তালিকায় দ্বিতীয় স্থানে বসিয়েছে। আর নভেম্বরে কাতারে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতাতে পারলে মেসির আয় ২০ শতাংশ বাড়বে বলে মনে করেন বিশেষজ্ঞরা। 

অপরদিকে পর্তুগিজ তারকা রোনালদো চলতি মৌসুমে আনুমানিক ১০ কোটি ডলার আয় করতে পারেন। যা তাকে সর্বোচ্চ আয়কারী ফুটবলারদের তালিকায় তৃতীয় স্থানে রেখেছে। 

মেসি ১২০ মিলিয়ন ও রোনালদোর আয় ১০০ মিলিয়ন ডলার। তালিকার চারে এমবাপ্পের আরেক সতীর্থ নেইমার ও লিভারপুলের মিশরীয় তারকা মোহাম্মেদ সালাহ। শীর্ষ দশের বাকিরা হলেন আর্লিং হালান্ড, রবার্ট লেভানদোভস্কি, এডেন হ্যাজার্ড, আন্দ্রেস ইনিয়েস্তা ও কেভিন ডি ব্রুইনা। 

এক নজরে সর্বোচ্চ আয় করা ১০ জন ফুটবলারের তালিকা

কিলিয়ান এমবাপ্পে ১২ কোটি ৮০ লাখ
লিওনেল মেসি ১২ কোটি
ক্রিশ্চিয়ানো রোনালদো ১০ কোটি
নেইমার জুনিয়র ৮ কোটি ৭০ লাখ
মোহাম্মদ সালাহ ৫ কোটি ৩০ লাখ
আর্লিং হালান্ড ৩ কোটি ৯০ লাখ
রবার্ট লেভানদোভস্কি ৩ কোটি ৫০ লাখ
এডেন হ্যাজার্ড ৩ কোটি ১০ লাখ
আন্দ্রেস ইনিয়েস্তা ৩ কোটি ১০ লাখ
কেভিন ডি ব্রুইন ২ কোটি ৯০