শেষ ওভারে জিততে চাই ১০ রান। পাকিস্তানের বিপক্ষে ঠিক এই সমীকরণ মিলিয়ে ফেলল থাইল্যান্ড নারী দল। নারী এশিয়া কাপের ম্যাচে বৃহস্পতিবার সিলেটের মাঠে ৪ উইকেটে জয় তুলে নিয়েছে তারা। গড়েছে নতুন এক ইতিহাস!
শুরুতে ব্যাট করতে নেমে সিদ্রা আমিনের অর্ধশতকে ৫ উইকেটে ১১৬ রান তুলে পাকিস্তান। জবাবে নেমে থাইল্যান্ডের ওপেনার নাথাকান চান্থাম করেন হাফ সেঞ্চুরি। তার ৫১ বলে ৬১ রানের ইনিংসে ১ বল বাকি থাকতেই জয়ের আনন্দে মাতে থাইল্যান্ড। পাকিস্তান নারী দলের বিপক্ষে এটিই তাদের প্রথম জয়!
সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আজ বৃহস্পতিবার থাইল্যান্ড নারী দলের বিপক্ষে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক বিসমাহ মারুফ। নির্ধারিত ২০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে বিসমাহ মারুফের দল সংগ্রহ করে ১১৬ রান।
সিদ্রা আমিন করেন ৫৬ রান। দলের হয়ে মুনিবা আলি ১৫, নিদা দার ১৫, আলিয়া রিয়াজ করেন ১০ রান। থাইল্যান্ডের হয়ে টিপনরিন টিপরোচ নেন ২ উইকেট এছাড়া ১ উইকেট সংগ্রহ করেন ত্রিপচতা পুটওয়াং।
পাকিস্তানের দেওয়া মাঝারি লক্ষ্য তাড়া করতে নেমে ইতিহাস গড়ে থাইল্যান্ডের মেয়েরা। প্রথমবারের মতো থাই মেয়েরা পাকিস্তান মেয়েদের হারাল। ৪ উইকেটের দারুণ এক জয়। নাথাকান চান্থামের ৬১ রানে ভর করে আসরের বড় চমক দিয়ে রাখলো থাইল্যান্ড। শেষ দুই ওভারে ১৯ রানের প্রয়োজন হলে ম্যাচে তৈরি হয় নাটকীয়তার। দলীয় ১০৬ রানে চানথাম ৬১ করে বিদায় নিলে ম্যাচ ঝুঁকে যায় পাকিস্তানের দিকে।
তারপর রোসনান কানোর ছোট ক্যামিওতে (৫ বলে ৯ রান) ম্যাচ নিজেদের করে নেয় থাইল্যান্ডের মেয়েরা। পাকিস্তানের হয়ে নিদা দার এবং তুবা হাসান নেন ২ উইকেট করে। কাইনাত ইমতিয়াজ নেন ১ উইকেট।