Can't found in the image content. গিলক্রিস্টের চোখে টি-টোয়েন্টিতে সেরা পাঁচ ক্রিকেটার | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪ |

EN

গিলক্রিস্টের চোখে টি-টোয়েন্টিতে সেরা পাঁচ ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক | আপডেট: বুধবার, অক্টোবর ৫, ২০২২

গিলক্রিস্টের চোখে টি-টোয়েন্টিতে সেরা পাঁচ ক্রিকেটার
সামনেই টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই প্রতিযোগিতাকে সামনে অস্ট্রেলিয়ার কিংবদন্তি অ্যাডাম গিলক্রিস্টের স্বপ্নের একাদশের পাঁচ ক্রিকেটারকে বেছে নিয়েছেন।

ডেভিড ওয়ার্নার
গিলক্রিস্ট তার তালিকায় প্রথমেই রেখেছেন অজি ওপেনার ডেভিড ওয়ার্নারকে। সম্প্রতি ভারত সফরে ওয়ার্নারকে বিশ্রাম দেওয়া হয়েছিল। বিশ্বকাপে খেলবেন। তার আক্রমণাত্মক ব্যাটিং এবং আত্মবিশ্বাসে মুগ্ধ গিলক্রিস্ট। 

বাবর আজম
দ্বিতীয় স্থানে রেখেছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজমকে। সব ফরম্যাটেই বাবরের ব্যাটিং বৈচিত্র নজর কেড়েছে গিলক্রিস্টের। যে কোনও পরিবেশ, পরিস্থিতিতেই বাবর ভালো পারফর্ম করার ক্ষমতা রাখে, এমনটাই মত গিলক্রিস্টের।

হার্দিক পান্ডিয়া
তৃতীয় স্থানে ভারতের অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। ব্যাটিং হোক বা বোলিং, যে কোনও পরিস্থিতিতে ম্যাচের রং বদলে দেওয়ার ক্ষমতা রাখেন। গিলক্রিস্টের কথায়, 'ওর ব্যাটিং, বোলিং, ফিল্ডিং এবং দর্শকদের বিনোদন, হার্দিক নিশ্চিতভাবেই আমার তালিকায় থাকবে।'

রশিদ খান
আফগানিস্তানের লেগ স্পিনার রশিদ খান প্রসঙ্গে গিলক্রিস্টের পাল্টা প্রশ্ন, 'যে কোনও টি ২০ স্কোয়াডেই রশিদ থাকবে, তাই নয় কি?' 

জস বাটলার
পাঁচ নম্বরের প্রসঙ্গ উঠতেই গিলক্রিস্ট বলছেন, 'তালিকাটা হয়তো ব্যাটিং আধিক্য, তবে নিশ্চিত ভাবেই থাকবে জস বাটলার। দুর্দান্ত স্ট্রোক প্লেয়ার। ও ছন্দে থাকলে, ম্যাচ শেষ।'