Can't found in the image content. সব ধরনের ফুটবলকে বিদায় জানালেন হিগুয়েইন | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ |

EN

সব ধরনের ফুটবলকে বিদায় জানালেন হিগুয়েইন

স্পোর্টস ডেস্ক | আপডেট: মঙ্গলবার, অক্টোবর ৪, ২০২২

সব ধরনের ফুটবলকে বিদায় জানালেন হিগুয়েইন
মাত্র ৩৪ বছর বয়সেই ফুটবলকে বিদায় জানালেন গঞ্জালো হিগুয়েইন। যুক্তরাষ্ট্রের এমএলএসের চলতি মৌসুম শেষে বুট জোড়া তুলে রাখার রাখবেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। আগামী ৯ অক্টোবর ইন্টার মিয়ামির হয়ে শেষবারের মতো প্রতিযোগিতামূলক ফুটবল ম্যাচ খেলবেন হিগুয়েইন।

সোমবার (৩ অক্টোবর) ইন্টার মিয়ামির হয়ে সংবাদ সম্মেলনে এসে চোখের জলে এই ঘোষণা দেন তিনি। 

এ সময় হিগুয়েইন বলেন, ফুটবলকে বিদায় বলার সেই দিন চলে এসেছে। এই ফুটবল আমাকে অনেক দিয়েছে। আমি অনেক সম্মানিত বোধ করছি ফুটবল নিয়ে ভালো এবং খারাপ অনেক সময় পার করে এসে।

আর্জেন্টাইন তারকা আরও বলেন, আমি আমার প্রত্যেক কোচকে ধন্যবাদ জানাতে চাই। আমি বিদায়বেলায় অনেক দারুণ সব মুহূর্ত বুকে ও মগজে ধারণ করে যাচ্ছি। আমার ক্যারিয়ার আমার জন্য অবিশ্বাস্য ছিল। যা কল্পনা করিনি তার চেয়েও বেশি পেয়েছি আমি। এই বিদায়ের সিদ্ধান্ত আমি আরও তিন-চার মাস আগেই নিয়েছি।

এক যুগেরও বেশি সময়ের পেশাদার ক্যারিয়ারে হিগুয়েইন খেলেছেন রিভার প্লেট, রিয়াল মাদ্রিদ, নাপোলি, জুভেন্তাস, এসি মিলান, চেলসির হয়ে। করেছেন তিনশোর বেশি গোল।। জাতীয় দলের জার্সিতে খেলেছেন একাধিক বিশ্বকাপ। ৭৫ ম্যাচে করেছেন ৩১ গোল সবশেষ ২০১৮ বিশ্বকাপের পর আকাশী নীল জার্সিতে আর দেখা যায়নি তাকে।

ফুটবলকে বিদায় বলার মুহূর্তেও দারুণ ফর্মে আছেন এই আর্জেন্টাইন। শেষ ১৪ ম্যাচে তার ক্লাব ইন্টার মিয়ামির হয়ে ১২ গোল করেছেন।

উল্লেখ্য, ২০১৪ ফুটবল বিশ্বকাপে মারাকানার মাঠ যখন প্রস্তুত ছিল ৩২ বছর পর আর্জেন্টিনার বিশ্বকাপ জেতা উপলক্ষে তখন প্রথমার্ধে দারুণ এক সুযোগও পেয়েও সেখান থেকে গোল করতে ব্যর্থ হন হিগুয়েইন। জার্মান ডিফেন্ডারের ভুলে ফাঁকায় বল পেয়ে হিগুয়েইন শট গোলপোস্ট বরাবরই রাখতে পারেননি তিনি। এমন সহজ দুই সুযোগ মিস করেছেন পরের দুই কোপা আমেরিকার ফাইনালেও। এতে করে টানা তিনটি বড় আসরে ট্রফি জয় থেকে বঞ্চিত হয় আর্জেন্টিনা। যার ফলে তিনি আর্জেন্টাইনদের চোখে বড় ভিলেন।