নিজেদের আঙিনায় শুরুতে দুই গোলে পিছিয়ে পড়ার পর জেগে উঠল লিভারপুল। ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নের জালে তিনবার বল পাঠিয়ে দারুণ এক জয়ের সম্ভাবনা জাগাল তারা। কিন্তু শেষ দিকে হজম করে বসল আরেক গোল। রোমাঞ্চ, উত্তেজনার নানা বাঁক পেরিয়ে সমতায় শেষ হলো দুই দলের লড়াই।
অ্যানফিল্ডে শনিবার প্রিমিয়ার লিগের জমজমাট ম্যাচটি ৩-৩ গোলে ড্র হয়েছে।
অসাধারণ এক হ্যাটট্রিক করেন ব্রাইটনের লিয়ান্দ্রো ট্রোসার্ড। লিভারপুলের হয়ে জোড়া গোল করেন রবের্তো ফিরমিনো, অন্যটি আত্মঘাতী।
লিগে টানা দুই ম্যাচে পয়েন্ট হারাল ইয়ুর্গেন ক্লপের দল। আন্তর্জাতিক ফুটবলের বিরতির আগে এভারটনের সঙ্গে গোলশূন্য ড্র করেছিল তারা।
রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যু, আন্তর্জাতিক বিরতি- সব মিলিয়ে ২৭ দিন পর লিগ ম্যাচ খেলতে নামা লিভারপুলকে শুরুতে কোণঠাসা করে রাখে ব্রাইটন।
চতুর্থ মিনিটেই এগিয়ে যায় সফরকারীরা। নিজেদের ডি-বক্সে ট্রেন্ট অ্যালেকজান্ডার-আর্নল্ড হেডে ঠিকমতো বল ক্লিয়ার করতে পারেননি। বক্সের বাইরে বল নিয়ন্ত্রণে নিতে ব্যর্থ হন জর্ডান হেন্ডারসন। ড্যানি ওয়েলবেকের পাস বক্সে পেয়ে জায়গা বানিয়ে বাঁ পায়ের শটে লক্ষ্যভেদ করেন ট্রোসার্ড।
খানিক পর তিন মিনিটের মধ্যে দুটি সুবর্ণ সুযোগ হারায় ব্রাইটন। কাছ থেকে ওয়েলবেকের হেড ঠেকানোর পর ট্রোসার্ডের শট ব্যর্থ করে দেন লিভারপুল গোলরক্ষক আলিসন।
অষ্টাদশ মিনিটে আর পারেননি তিনি। সতীর্থের পাস বক্সে পেয়ে আবারও বাঁ পায়ের শটে নিজের দ্বিতীয় গোলে ব্যবধান বাড়ান ট্রোসার্ড।
৩১তম মিনিটে বড় সুযোগ আসে লিভারপুলের সামনে। মোহামেদ সালাহর ডান পায়ের শট ফিরিয়ে দেন ব্রাইটন গোলরক্ষক রবের্ত সানচেস। দুই মিনিট পর সালাহ বল জালে পাঠালেও অফসাইডের কারণে গোল মেলেনি।
পরক্ষণেই ব্যবধান কমান ফিরমিনো। সালাহর পাস ধরে গোলটি করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। শুরুতে অফসাইডের বাঁশি বাজলেও ভিএআরে বদলায় সিদ্ধান্ত।
৫৪তম মিনিটে সমতায় ফেরে লিভারপুল। দ্বিতীয়ার্ধের শুরুতে বদলি নামা লুইস দিয়াস মাঝমাঠ থেকে বল নিয়ে এগিয়ে বক্সে ঢুকে পাস দেন ফিরমিনোকে। একজনের বাধা এড়িয়ে বাঁ পায়ের শটে বল জালে পাঠান ৩০ বছর বয়সী ফরোয়ার্ড।
তিন মিনিট পর হ্যাটট্রিকের সুযোগ পান ফিরমিনো। তবে এবার গোলরক্ষক বরাবর হেড করেন তিনি।
৬৩তম মিনিটে এগিয়ে যায় লিভারপুল। অ্যালেকজান্ডার-আর্নল্ডের কর্নার পাঞ্চ করেন ব্রাইটন গোলরক্ষক। কিন্তু বল তাদেরই ডিফেন্ডার অ্যাডাম ওয়েবস্টারের গায়ে লেগে জালে জড়ায়।
৭৪তম মিনিটে আরেকটি দারুণ সেভ করে ব্যবধান ধরে রাখেন আলিসন। কাছ থেকে ওয়েলবেকের প্রচেষ্টা ফিরিয়ে দেন তিনি।
নির্ধারিত সময়ের সাত মিনিট বাকি থাকতে লিভারপুলের সমর্থকদের আরেকবার স্তব্ধ করে দেন ট্রোসার্ড। বাঁ দিক থেকে সতীর্থের পাসে ছয় গজ বক্সের বাইরে থেকে হ্যাটট্রিক পূরণ করেন বেলজিয়ান উইঙ্গার।
তিনটি গোলই করলেন তিনি বাঁ পায়ের শটে!
২০০৯ সালে আন্দ্রে আরশাভিনের পর প্রথম খেলোয়াড় হিসেবে অ্যানফিল্ডে লিভারপুলের বিপক্ষে হ্যাটট্রিক করলেন ট্রোসার্ড। ১৩ বছর আগের প্রিমিয়ার লিগের ওই ৪-৪ ড্র ম্যাচে আর্সেনালের হয়ে সবগুলো গোলই করেছিলেন রাশিয়ান উইঙ্গার আরশাভিন।
৭ ম্যাচে দুই জয় ও চার ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে নবম স্থানে নেমে গেছে লিভারপুল। সমান ম্যাচে চার জয় ও দুই ড্রয়ে ১৪ পয়েন্ট নিয়ে চারে আছে ব্রাইটন।
দিনের আরেক ম্যাচে টটেনহ্যাম হটস্পারকে ৩-১ গোলে হারানো আর্সেনাল ৮ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। এক ম্যাচ কম খেলে ১৭ পয়েন্ট নিয়ে দুইয়ে ম্যানচেস্টার সিটি। তাদের সমান পয়েন্ট নিয়ে তিন নম্বরে টটেনহ্যাম, ৮ ম্যাচে।
ক্রিস্টাল প্যালেসের মাঠে ২-১ গোলে জেতা চেলসি ৭ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে আছে।