Can't found in the image content. টাঙ্গাইলে গণসংবর্ধনা পেলো কৃষ্ণা ও ছোটন | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪ |

EN

টাঙ্গাইলে গণসংবর্ধনা পেলো কৃষ্ণা ও ছোটন

হাফিজুর রহমান, টাঙ্গাইল প্রতিনিধি | আপডেট: রবিবার, অক্টোবর ২, ২০২২

টাঙ্গাইলে গণসংবর্ধনা পেলো কৃষ্ণা ও ছোটন
সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশীপ-২০২২ এ অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী ফুটবল দলের খেলোয়াড় কৃষ্ণা রানী সরকার এবং জাতীয় নারী ফুটবল দলের কোচ গোলাম রাব্বানী ছোটনকে গণসংবর্ধনা দিয়েছে টাঙ্গাইল জেলা ক্রীড়া সংস্থা।

শনিবার (১ অক্টোবর) টাঙ্গাইল স্টেডিয়ামে একটি অনাড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদের এ গণসংবর্ধনা জানানো হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে কৃষ্ণা রানী সরকার ও কোচ ছোটনকে স্থানীয় সংসদ সদস্য, জেলা ক্রীড়া সংস্থা, জেলা প্রশাসন, জেলা পুলিশসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা, ক্রেস্ট, উপহার সামগ্রী এবং নগদ অর্থ প্রদান করা হয়। এরআগে কৃষ্ণা রানী সরকারকে এক নজর দেখার জন্য স্টেডিয়ামে বাইরে শত শত মানুষ উপস্থিত হন।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ও একুশে পদক প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান ফারুক।

টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. মো. আতাউল গনির সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, টাঙ্গাইল সদর-৫ আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন, টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আশরাফুজ্জামান স্মৃতি, টাঙ্গাইল সদর উপজেলা চেয়ারম্যান শাহজাহান আনছারী প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা করেন টাঙ্গাইল জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মির্জা মঈনুল হোসেন লিন্টু।

গত ১৯ সেপ্টেম্বর নেপালের কাঠমুন্ডুতে অনুষ্ঠিত সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশীপ-২০২২ এ বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল ফাইনালে নেপালকে ৩-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। তিনটি গোলের মধ্যে দুটি গোলাই করেন টাঙ্গাইলের মেয়ে কৃষ্ণা রানী সরকার।