চারবারের দুই বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি-ইতালির সঙ্গে ইংল্যান্ড। সেখানে চতুর্থ দল হাঙ্গেরি। উয়েফা নেশনস লিগে এবার কঠিন গ্রুপেই পড়েছিল হাঙ্গেরি। কিন্তু তারাই এখন পয়েন্ট টেবিলের শীর্ষে! ইংল্যান্ডকে দু’বার হারানোর পর হাঙ্গেরির শিকার জার্মানিও। জার্মানিকে তাদেরই মাটিতে ১-০ গোলে হারিয়ে দিলো তারা। ১৮ বছরের মধ্যে জার্মানদের বিপক্ষে এটি হাঙ্গেরি প্রথম জয়।
গত জুনে ঘরের মাঠে জার্মানিকে ১-১ গোলে আটকে দেয় হাঙ্গেরি। শুক্রবার লাইপজিগের রেডবুল এরেনায় খেলতে এসে চমকই দেখালো মার্কো রসির শিষ্যরা। ১৭তম মিনিটে হাঙ্গেরিকে এগিয়ে নেন অ্যাডাম সালাই। তার গোলেই নিশ্চিত হয় স্মরণীয় জয়।
২০০৪ সালে জার্মানির বিপক্ষে হাঙ্গেরির সর্বশেষ জয়টা ছিল ২-০ গোলের। এরপর ৪ দেখায় দু’বার জেতে জার্মানি। দুটি ম্যাচ ড্র হয়।
৫ ম্যাচে ৩ জয়ে ১০ পয়েন্ট নিয়ে নেশনস লিগে ‘এ’ লিগের ৩ নম্বর গ্রুপে শীর্ষে রয়েছে হাঙ্গেরি। সমান ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে দুই নম্বরে ইতালি। তিনে থাকা জার্মানির সংগ্রহ ৬ পয়েন্ট। আর ২ পয়েন্ট নিয়ে তলানিতে ইংল্যান্ড।
ইতালির বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ড্র করলেই ৩ নম্বর গ্রুপ থেকে সেমিফাইনালে নাম লেখাবে হাঙ্গেরি।