ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, মার্চ ১৬, ২০২৫ | ২ চৈত্র ১৪৩১

EN

ইতালির কাছে হেরে দ্বিতীয় স্তরে নেমে গেলো ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক | আপডেট: শনিবার, সেপ্টেম্বর ২৪, ২০২২

ইতালির কাছে হেরে দ্বিতীয় স্তরে নেমে গেলো ইংল্যান্ড
ইংল্যান্ডের বাজে ফর্ম চলছেই। প্রতিযোগিতামূলক ম্যাচে সবশেষ চার ম্যাচে মাত্র একটি গোল করা দলটি এবার ইতালির কাছে হেরে উয়েফা নেশনস লিগের দ্বিতীয় স্তরে নেমে গেছে।

শুক্রবার রাতে সান সিরোয় থ্রি লায়ন্সদের ১-০ গোলে হারিয়েছে ইতালি। বেশ কয়েকটি সুযোগ মিসের ম্যাচে একমাত্র গোলটি করেন জিয়াকমো রেসপাদরি।

ম্যাচের শুরু থেকে বল দখল ও আক্রমণে কিছুটা পিছিয়ে ছিল থ্রি লায়নরা। সেটাকে কাজে লাগিয়ে পুনর্গঠন প্রক্রিয়ায় থাকা ইতালি পরিষ্কার সুযোগ পেল বেশি। সেগুলোর একটি কাজে লাগিয়ে টিকে গেল নেশন্স লিগের শীর্ষ স্তরে।  

খেলার শুরু থেকে আক্রমণ-পাল্টা আক্রমণে গোল শূন্য প্রথমার্ধ শেষ হয়। বিরতির পর খেলার ৬৮ মিনিটে ইতালির হয়ে গোল করেন রাসপাদোরি। বাকি সময়ে গোল না হওয়া জয় নিয়ে মাঠ ছাড়ে ইতালি।  

উয়েফা নেশনস লিগে চার ম্যাচ খেলেও জয়হীন ইংল্যান্ড। এতে ‘এ’ লিগের ৩ নম্বর গ্রুপের পয়েন্ট তালিকায় থ্রি লায়নদের অবস্থান তলানিতে। ২০২৪ ইউরো বাছাইয়ে সুবিধাজনক গ্রুপে জায়গা পেতে চাইলে নেশনস লিগের বাকি ছিল এক ম্যাচ। সে ম্যাচে জয়ের বিকল্প নেই ইংল্যান্ডের। কিন্তু ওই ম্যাচে গ্যারেথ সাউথগেটের দলকে লড়তে হলো ইতালির বিপক্ষে। সেই ম্যাচে হারল ইংল্যান্ড।

এর আগে, গত বছর ফাইনালে পেনাল্টি শুটআউটে ইতালির কাছে হেরে ইউরোর ট্রফি খোয়ায় ইংল্যান্ড। এরপর গত ১১ই জুন নেশনস লিগে দেখা হয়েছিল তাদের। ম্যাড়মেড়ে ওই ম্যাচ শেষ হয় গোলশূন্য সমতায়।