ফ্রিডম বাংলা নিউজ

বৃহস্পতিবার, নভেম্বর ১৪, ২০২৪ |

EN

ছাদখোলা বাসে অসুস্থ ঋতুপর্ণা, নেয়া হলো হাসপাতালে

স্পোর্টস ডেস্ক | আপডেট: বুধবার, সেপ্টেম্বর ২১, ২০২২

ছাদখোলা বাসে অসুস্থ ঋতুপর্ণা, নেয়া হলো হাসপাতালে
ফুটবলার সানজিদার স্বপ্ন ছিল ছাদখোলা বাসে করে ট্রফি জয়ের উল্লাসে মাতবেন। আর সেই স্বপ্ন পূরণ হয়েছে আজ। ছাদখোলা বাসে করে ইতোমধ্যে বিমানবন্দর থেকে বাফুফে ভবনের পথে রয়েছে সাফজয়ী বাংলাদেশ নারী ফুটবল দল। তবে রাস্তায় থাকা বিলবোর্ডের কোণায় খোঁচা লেগে মাথায় আঘাত পেয়েছেন ঋতুপর্ণা চাকমা। 

এরপর গাড়ি থামিয়ে তাকে অ্যাম্বুলেন্স করে সিএমএইচে নেয়া হয়। সেখানে ঋতুকে কপালে তিনটি সেলাই দেয়া হয়েছে। বাফুফের এক্সিকিউটিভ ও কোচিং এডুকেটর সাঈদ গণমাধ্যমকে বলেন, ফ্লাইওভারে উঠতেই ঋতুর কপালে ব্যানার বা এ রকম কিছু লেগে যায়। এরপর গাড়ি থামিয়ে তৎক্ষণাৎ তাকে হাসপাতালে নেয়া হয়।

এর আগে বুধবার (২১ সেপ্টেম্বর) বাংলাদেশ বিমানের বিজি ৩৭২ ফ্লাইটে বেলা পৌনে ২টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতি বিমানবন্দরে অবতরণ করে সাবিনা-সানজিদারা। সেখানে তাদের কেক কেটে ও ফুলের মালা পরিয়ে বরণ করেন ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল ও বাফুফে সহ সভাপতি আতাউর রহমান মানিক।

এসময় উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া সচিব এবং মন্ত্রণালয় ও বাফুফে কর্মকর্তারা।