ফ্রিডম বাংলা নিউজ

বৃহস্পতিবার, নভেম্বর ১৪, ২০২৪ |

EN

দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

স্পোর্টস ডেস্ক | আপডেট: বুধবার, সেপ্টেম্বর ২১, ২০২২

দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা
সাফ জিতে দেশে ফিরেছেন বাংলাদেশের মেয়েরা। আজ দুপুর ১টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নামেন সাবিনা-কৃষ্ণারা।

সাফ বিজয়ী বাঘীনিদের বরণ করে নিতে প্রস্তুত হয়েছে ছাদ খোলা বাস।  

বিমান বন্দরে সাবিনাদের বরণ করে নিতে উপস্থিত আছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি, যুব ও ক্রীড়া সচিব এবং মন্ত্রণালয় ও বাফুফে কর্মকর্তারা। তবে সেখানে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন উপস্থিত থাকবেন না। তিনি থাকবেন বাফুফে ভবনে।

বিমানবন্দর থেকে ছাদ খোলা বাসটি যাত্রা শুরু করবে কাকলি হয়ে। এরপর মহাখালী ফ্লাইওভার ব্যবহার করে জাহাঙ্গীর গেট, প্রধানমন্ত্রীর কার্যালয় অফিসের পর বিজয় সরণীতে এসে হাতের বাঁয়ে চলে যাবে। সেখান থেকে তেজগাঁও হয়ে পুনরায় ফ্লাইওভার দিয়ে মৌচাক হয়ে কাকরাইলে আসবে। কাকরাইল থেকে হাতের বাঁয়ে- ফকিরাপুল, আরামবাগ এবং মতিঝিল ও শাপলা চত্বর হয়ে বাফুফে এসে পৌঁছাবে।

বাফুফে ভবনে উপস্থিত থাকবেন সভাপতি কাজী সালাউদ্দিন। মেয়েরা আসার পর তাদেরকে ফুল দিয়ে তিনি বরণ করে নেবেন। এরপর ফটোসেশন হবে।