Can't found in the image content. বাংলাদেশের কাছে হেরে পদত্যাগ নেপাল কোচের | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪ |

EN

বাংলাদেশের কাছে হেরে পদত্যাগ নেপাল কোচের

স্পোর্টস ডেস্ক | আপডেট: মঙ্গলবার, সেপ্টেম্বর ২০, ২০২২

বাংলাদেশের কাছে হেরে পদত্যাগ নেপাল কোচের
বাংলাদেশের কাছে হেরে সাফ শিরোপা খুইয়েছে নেপাল। আর এই ব্যর্থতা মেনে নিয়ে নেপাল নারী দলের কোচ কুমার থাপা ফাইনাল শেষ হতেই পদত্যাগ করেছেন।

সোমবার (১৯ সেপ্টেম্বর) নেপালের খেলা বিষয়ক সংবাদমাধ্যম গোল নেপালডটকম কুমার থাপার পদত্যাগের কথা নিশ্চিত করেছে।

পদত্যাগের পর ঘোষণা দিয়ে কুমার থাপা বলেছেন, ‘আমি নেপাল জাতীয় নারী দলের কোচ থেকে পদত্যাগ করছি। যদি কেউ সাফল্য না পায়, তবে আর আগানো উচিত নয়। অন্যদের এখন সুযোগ দেওয়া উচিত। দলে পদ আঁকড়ে পড়ে থাকা ভালো নয়।’

কুমার থাপা আরও বলেন, ‘প্রতিজ্ঞা রাখতে না পারায় আমি নেপালে সমর্থকদের কাছে ক্ষমা প্রার্থনা করছি। আমরা নিজেদের সেরাটা দিয়েই চেষ্টা করেছি।’

সাফ নারী চ্যাম্পিয়নশিপ-২০২২ এ বাংলাদেশ মোট ২৩ গোল করেছে। বিপরীতে গোল হজম করেছে মাত্র ১ টি। অন্যদিকে নেপাল করেছে মোট ১২ গোল। গোল হজম করেছে ৩ টি। ৩টিই নেপাল হজম করেছে আজকের ফাইনালে।