ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, জুলাই ৫, ২০২৪ |

EN

বাংলাদেশ বনাম নেপাল ফাইনাল লাইভ দেখবেন যেভাবে

স্পোর্টস ডেস্ক | আপডেট: সোমবার, সেপ্টেম্বর ১৯, ২০২২

বাংলাদেশ বনাম নেপাল ফাইনাল লাইভ দেখবেন যেভাবে
মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও নেপাল। বাংলাদেশ সময় বিকাল সোয়া ৫টায় কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ে নামছে দুই দল।

বাংলাদেশের কোনও টিভি চ্যানেল এই ম্যাচটি সরাসরি সম্প্রচার করছে না। তবে দেশের দর্শকদের জন্য হতাশ হওয়ার কিছু নেই। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে যুক্তরাজ্যভিত্তিক ব্রডকাস্টার ইলেভেনস্পোর্টস ডটকম। সাফের এই আসরের প্রত্যেকটি ম্যাচই সরাসরি দেখিয়েছে এই ওয়েবসাইট। ফাইনালেও তার ব্যতিক্রম কিছু হচ্ছে না।

ম্যাচ দেখতে পাঁচটা বেজে ১৫ মিনিটে এখানে ক্লিক করে ফাইনাল উপভোগ করুন সরাসরি।

মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপের গত পাঁচটি আসরেই ছিল ভারতের একক আধিপত্য। সবগুলোতেই চ্যাম্পিয়ন তারা, চারবার ফাইনালে খেলে তাদের সঙ্গে পেরে ওঠেনি নেপাল এবং একবার হারে বাংলাদেশ। এই প্রতিযোগিতার ইতিহাসে এই প্রথম ঘটলো বিরল ঘটনা, শিরোপা নির্ধারণী মঞ্চে নেই ভারত। তাদের কাছে অতীতের ফাইনালে হারা নেপাল ও বাংলাদেশ সোমবার মাঠে নামছে। মানে সাফ পেতে যাচ্ছে তাদের নতুন রানিকে। 

নেপাল সেমিফাইনালে ভারতকে হারিয়ে আত্মবিশ্বাসী, স্বাগতিক হওয়ার বিষয়টিও তাদের এগিয়ে রাখছে। কিন্তু বাংলাদেশেরও আত্মবিশ্বাসী হওয়ার মতো যথেষ্ট উপাদান আছে এই সাফে। এই বাংলাদেশও গ্রুপ পর্বে হারিয়েছে গত পাঁচ আসরের চ্যাম্পিয়নদের। আর সেমিফাইনালে ভুটানকে গুনে গুনে ৮ গোল দিয়েছে। ফাইনালে ওঠার আগে চার ম্যাচে সব মিলিয়ে ২০ গোল! আত্মবিশ্বাসী তারাও। এবার মাঠে তার বাস্তবায়নের পালা।