Can't found in the image content. টি-টেনে খেলতে যাচ্ছেন তামিম | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ |

EN

টি-টেনে খেলতে যাচ্ছেন তামিম

স্পোর্টস ডেস্ক | আপডেট: শনিবার, সেপ্টেম্বর ১৭, ২০২২

টি-টেনে খেলতে যাচ্ছেন তামিম
সংযুক্ত আরব আমিরাতের টি-টেন ক্রিকেট লীগে নাম লেখালেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।  টি-টেনে নাম লেখানো দ্বিতীয় বাংলাদেশি তিনি। এর আগে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান নাম লিখিয়েছেন ক্রিকেটের এই সংক্ষিপ্ত ফরম্যাটে। 

টি-টেন লিগ কর্তৃপক্ষ এক টুইট বার্তায় টুর্নামেন্টের আগামী আসরের জন্য প্লেয়ার্স ড্রাফটে নাম লেখানোর বিষয়টি নিশ্চিত করেছেন। 

বাংলাদেশি ওপেনারের পাশাপাশি আরব আমিরাতের এই ক্রিকেট লীগে নাম লিখিয়েছেন ডেভিড মালান, জেসন রয়, জেমস ভিন্স, রেজা হেনড্রিকসের মতো হার্ড হিটার ব্যাটসম্যানরা। প্লেয়ার্স ড্রাফট থেকে দল পেলেই টি-টেনের মাঠ মাতাতে দেখা যাবে টাইগার ওপেনার তামিম ইকবালকেও।    

টি-টেন কর্তৃপক্ষ এক টুইট বার্তায় জানায়, ‘কারা কারা হার্ড হিটিংয়ের জন্য তৈরি?  টি-টেনের ষষ্ঠ আসরের প্লেয়ার্স ড্রাফটে থেকছেন জেসন রয়, ডেভি্ড মালান, নাজিবুল্লাহ জাদরান, রেজা হেনড্রিক্স, তামিম ইকবাল এবং জেমস ভিন্স। তারা সকলে উন্মুক্ত আছেন খেলার জন্য।’