ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪ |

EN

পতাকা ইস্যুতে আফগানিস্তানের বিশ্বকাপ শঙ্কা কেটে গেছে

স্পোর্টস ডেস্ক | আপডেট: শনিবার, সেপ্টেম্বর ২৫, ২০২১

পতাকা ইস্যুতে আফগানিস্তানের বিশ্বকাপ শঙ্কা কেটে গেছে

আফগানিস্তানে তালেবানের ক্ষমটা দখলের পর দেশটির ক্রীড়াঙ্গন বেশ অস্বস্তিতে পড়ে। মেয়েদের খেলাধুলা থেকে বিরত রাখার পাশাপাশি বিনা নোটিশে আফগান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহীকে চাকরীচ্যুত করার ঘটনাও ঘটেছে। এমন সব অবস্থায় আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়া নিয়েও শঙ্কা জাগে। শঙ্কাটা হল আফগানিস্তান দল কোন পতাকা নিয়ে বিশ্বকাপে খেলবেন। আফগান নাকি তালেবানের পতাকা। তবে সেই ইস্যুতে বিশ্বকাপ খেলা নিয়ে সংশয় উবে গেছে। আগামী ১৭ অক্টোবর পর্দা উঠতে যাওয়া বিশ্বকাপের জন্য চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে আফগান ক্রিকেট বোর্ড। চলছে তাদের বিশ্বকাপ প্রস্তুতি।

 

তবে সম্প্রতি ‘স্পোর্টস টক নামক একটি অনুষ্ঠানে আফগান ক্রিকেট বোর্ডের নতুন চেয়ারম্যান আজিজুল্লা ফজলি জানিয়েছেন, টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তান জাতীয় পতাকা নিয়েই খেলতে নামবে। এখন যেহেতু আফগান ক্রিকেটের চেয়ারম্যান জানিয়েই দিলেন পতাকা নিয়ে বিতর্ক আর নেই তাই আফগানদের বিশ্বকাপে না খেলা নিয়েও কোনও শঙ্কা নেই।

 

এর আগে দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছিল, টি-টোয়েন্টি বিশ্বকাপে তালেবানদের পতাকা তলে আফগানিস্তানের খেলা নিয়ে আলোচনা করার জন্য আইসিসি একটি জরুরি বোর্ড সভা ডাকবে। ওই সভায় ভোট হতে পারে আফগান দলের বিশ্বকাপ খেলা না খেলা নিয়ে।