ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, জুন ২৮, ২০২৪ |

EN

বিশ্বকাপে বাংলাদেশ-দ.আফ্রিকা ম্যাচের টিকিট শেষ

স্পোর্টস ডেস্ক | আপডেট: বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৫, ২০২২

বিশ্বকাপে বাংলাদেশ-দ.আফ্রিকা ম্যাচের টিকিট শেষ
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে এখনও এক মাসেরও বেশি সময় বাকি। তবে এরই মধ্যে টিকিট নিয়ে কাড়াকাড়ি শুরু হয়ে গেছে সমর্থকদের। ভারত-পাকিস্তান ম্যাচের পর এবার শেষ হয়ে গেছে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ম্যাচের টিকিট। আইসিসি জানিয়েছে, ৫ লাখের বেশি টিকিট বিক্রি হয়ে গেছে।

আইসিসির এক বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার জানানো হয়, বর্তমান বরাদ্দ অনুসারে ২৭ অক্টোবর সিডনিতে বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচের সব টিকিট বিক্রি হয়ে গেছে। বাড়তি টিকিট ছাড়ার আগ পর্যন্ত আগ্রহী দর্শকদের অপেক্ষা করতে বলা হচ্ছে।

১৬ দলকে নিয়ে শুরু হতে যাওয়া বিশ্ব ক্রিকেটের এই মহাযজ্ঞ দেখতে ৮২টি দেশ থেকে টিকিট কিনেছেন দর্শকরা। তাই স্টেডিয়াম পূর্ণ থাকবে বলেই আশা করছে আইসিসি। যারা টিকিট কিনতে পারেনি, তাদের অপেক্ষমান তালিকায় নাম লেখানোর আহ্বান জানিয়েছে আইসিসি। সেক্ষেত্রে বাড়তি টিকিট আসলে তাদের কেনার সুযোগ মিলতে পারে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ড শুরু হবে ১৬ অক্টোবর। দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে আট দল। প্রতি গ্রুপের সেরা দুই দল সুপার টুয়েলভে জায়গা করে নেবে। সেরা ১২ তে বাংলাদেশে প্রথম ম্যাচ ২৪ অক্টোবর। প্রতিপক্ষ প্রথম রাউন্ড থেকে উঠে আসা 'এ' গ্রুপের রানার্সআপ দল।