Can't found in the image content. কয়েক মিনিটেই শেষ ভারত-পাকিস্তান ম্যাচের সব টিকিট | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪ |

EN

কয়েক মিনিটেই শেষ ভারত-পাকিস্তান ম্যাচের সব টিকিট

স্পোর্টস ডেস্ক | আপডেট: বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৫, ২০২২

কয়েক মিনিটেই শেষ ভারত-পাকিস্তান ম্যাচের সব টিকিট
আগামী মাসে অস্ট্রেলিয়ায় শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর। ২৩ অক্টোবর এই টুর্নামেন্টে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান।

দুই চিরপ্রতিদ্বন্দ্বীর এই ম্যাচ ঘিরে উত্তেজনা থাকবে, এটাই স্বাভাবিক। তার প্রমাণ মিলল টিকিট বিক্রিতে। ভারত-পাকিস্তান ম্যাচের সব টিকিট বিক্রি হয়ে গেছে বলে নিশ্চিত করেছে আইসিসি।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা লিখেছে, ‘২৩ অক্টোবর ভারত ও পাকিস্তানের মধ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচের টিকিট ছাড়ার কয়েক মিনিটের মধ্যেই বিক্রি হয়ে গেছে। এই ম্যাচের জন্য একটি অতিরিক্ত স্ট্যান্ডিং রুমেরও ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু সব টিকিট বিক্রি হয়ে গেছে। এর অর্থ হলো যে ভক্তরা টিকিট নিতে পারেননি তারা আর এই ম্যাচটি স্টেডিয়ামে সরাসরি দেখতে পারবেন না। ’

ভারত বনাম পাকিস্তান ম্যাচে সবসময়ই দেখা গেছে টিকিট ইস্যু করা মাত্র কয়েক মিনিটের মধ্যেই সব বিক্রি হয়ে যায়। তবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মধ্যে টুর্নামেন্টের প্রথম ম্যাচের টিকিট এখনও বাকি আছে। এই ম্যাচটি অনুষ্ঠিত হবে সিডনিতে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এ বছর ভারতীয় দল দু’বার পাকিস্তানের মুখোমুখি হয়েছে। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত এশিয়া কাপে দুই দলই মুখোমুখি হয়েছিল। গ্রুপ পর্বে পাকিস্তানকে পাঁচ উইকেটে হারিয়েছিল ভারত। সুপার ফোরে এই হারের প্রতিশোধ নিয়ে ভারতকে পাঁচ উইকেটে হারিয়েছে পাকিস্তান। পাকিস্তান ফাইনালে উঠলেও শ্রীলঙ্কার কাছে হেরে যেতে হয়েছে।

গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের কাছে লজ্জাজনকভাবে হেরেছিল ভারত। ওই ম্যাচে পাকিস্তান জিতেছিল ১০ উইকেটে। সেবারই প্রথম বিশ্বকাপে পাকিস্তানের কাছে হারে ভারত।